ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চুয়াডাঙ্গায় কমেনি তাপমাত্রার তেজ

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২১:৩৫, ২ মে ২০২৪

চুয়াডাঙ্গায় কমেনি তাপমাত্রার তেজ

আবহাওয়া অফিস। ছবি: জনকণ্ঠ

চুয়াডাঙ্গায় কমেনি তাপমাত্রার তেজ। এখনও অস্বস্তিতে রয়েছে জেলার মানুষ। বৃহস্পতিবার বেলা ৩ টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

এর আগে বুধবার (১ মে) ৪২ দশমিক ৮, মঙ্গলবার (৩০ এপ্রিল) ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে জেলা আবহাওয়া অফিস। 

এদিকে, প্রখর রোদের সঙ্গে ভ্যাপসা গরম হাওয়ায় চারদিকে হাঁসফাঁস অবস্থা। ভরদুপুরে খোলা আকাশের নিচে কিংবা পাকা রাস্তায় চলাফেরা করা সম্ভব হচ্ছে না। তেতে আছে সড়কের পিচ।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৫২ শতাংশ। এরপর বেলা ১২টায় তাপমাত্রা দাঁড়ায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাস আর্দ্রতা ছিল ১৯ শতাংশ। বেলা ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেডর্ক করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসের আর্দ্রাতার পরিমাণ ছিল ১০ শতাংশ।
 

 

এসআর

×