
সিদ্দিকুর রহমান। ফাইল ফটো
পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে ইউপি মেম্বার হলেন পটুয়াখালী বাউফল উপজেলার কালীশুরি গ্রামের সিদ্দিকুর রহমান (৫৫)। শনিবার (৯ মার্চ) ওই ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের কবিরকাঠি গ্রামের মেম্বার পদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে সিদ্দিকুর রহমান মোরগ মার্কা নিয়ে ৭০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী এসএম সায়েদ ফুটবল মার্কা ৪৬৪ ভোট পেয়েছেন। এদিন সকাল ৮ থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত।
আরও পড়ুন : টিটুই ময়মনসিংহ সিটির মেয়র থাকলেন
এর আগে সিদ্দিকুর রহমান এ ওয়ার্ড থেকে পাঁচবার মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
বিজয়ী সিদ্দিকুর রহমান বলেন, আমি ৩০ বছর বয়স থেকে মেম্বার পদে নির্বাচন করে আসছি। কিন্তু জয়ী হতে পারিনি। এবার জয়ের সাদ পেয়ে খুবই আনন্দিত হয়েছি। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করায় ওই গ্রামের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ওই ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মেম্বার জলিল হাওলাদার গত বছর নভেম্বর মাসে মারা গেলে পদটি শূন্য হয়ে যায়।
এরপর নির্বাচন কমিশন ওই শূন্য পদের তফসিল ঘোষণা করে।
কবিরকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার অলিউল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই ভোট কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ২শ ১৩ জন। কাস্ট হয়েছে ১ হাজার ২শ ৪৩টি।
এসআর