
ছবি: জনকণ্ঠ
নাটোর শহরে থেমে থাকা যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ৩টা ১০ মিনিটে শহরের ভবানীগঞ্জ এলাকায় মুক্তিসেনা পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেলে করে এসে মুক্তিসেনা নামে দাঁড়িয়ে থাকা ওই বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের লোকজন আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মুক্তিসেনা বাসের চালক মো. প্রিন্স জানান, বাসটির মালিক বীর মুক্তিযোদ্ধা এনায়েত রাব্বি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। মুক্তিসেনা নামের ওই বাসটি শনিবার রাত সাড়ে ৭টার দিকে ভবানীগঞ্জ এলাকায় সোনারতরী হোটেলের সামনে গ্যারেজ করে বাড়ি চলে যাই। ভোরে খবর পেয়ে এসে দেখি গাড়িটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দুর্বৃত্তদের শনাক্ত করাসহ তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এদিকে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল নাটোরে শুরু হয়েছে ঢিলেঢালাভাবে। রোববার সকাল থেকে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো বাস নাটোর ছেড়ে যায়নি। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রিবাহী বাস যথাসময়ে নাটোরে আসে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিজিবি, র্যাব ও পুলিশের টহলসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।
টিএস