
নিহত ব্যবসায়ী রাব্বি। ছবি: জনকন্ঠ
গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে লেগে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকার টিএসসি গেইটে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- মো. রাব্বি দেওয়ান (২৫)। তিনি গাজীপুর মহানগরীর সাতাইশ খরতৈল এলাকার দিদারুল দেওয়ানের ছেলে। মহানগরীর কুনিয়া বড়বাড়ি এলাকায় লেটেস্ট গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম সলিউশন নামের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।
জিএমপি’র বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, শনিবার সকালে রাজেন্দ্রপুর হতে মোটর সাইকেল যোগে বেপরোয়া গতিতে টঙ্গী যাচ্ছিলেন রাব্বি দেওয়ান। পথে তেলিপাড়া এলাকায় পৌছলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এস