
গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের ভেতরের নির্মাণ সামগ্রী খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু ও এক শ্রমিক আহত হয়েছে।
বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের নির্মানাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের বদরগঞ্জ থানার মুস্তাকপুর এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে শাহীন (২৬) ও একই জেলার রাজারহাটের মাহবুব হাসান (২৪)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় দেড় মাস আগে ওই এলাকার শামসুল হকের বাড়ির সেপটিক ট্যাংক ছাদ ঢালাই দেয়া হয়। বুধবার বিকেলে ওই সেপটিক ট্যাংকের ভেতরের বাঁশ কাঠসহ নির্মাণ সামগ্রী খুলতে নামেন শাহীন ও মাহবুব।
কিছু সময় পর তাদের কোন সাড়া শব্দ না পেয়ে অপর শ্রমিক মহসিনও সেপটিক ট্যাংকের ভেতর নামেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংকির ভেতর থেকে শাহীন ও মাহবুবের লাশ উদ্ধার করে। সেপটিক ট্যাংকের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এস