ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চাটমোহর-কাছিকাটা সড়ক ভাঙাচোরা, পথচারীদের ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, চাটমোহর (পাবনা)

প্রকাশিত: ১৩:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৩

চাটমোহর-কাছিকাটা সড়ক ভাঙাচোরা, পথচারীদের ভোগান্তি

ভাঙাচোরা সড়ক। ছবি: জনকণ্ঠ

পাবনার চাটমোহর উপজেলা সদর থেকে কাঠেঙ্গা, ছাইকোলা, কাছিকাটা সড়কে ভাঙা ও গর্তে জনদুর্ভোগ চরমে। সড়কের ইট ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলকারী যানবাহন ও পথচারীদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পাবনা সড়ক ও জনপথ বিভাগের সড়কটি চাটমোহর উপজেলা সদরের জিরোপয়েন্ট থেকে বোয়াইলমারী, ধানকুনিয়া, কাঠেঙ্গা, ছাইকোলা ও কাছিকাটা হয়ে গুরুদাসপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের মাঝখানে বোয়াইলমারী গ্রাম থেকে ধানকুনিয়া বাজার পর্যন্ত ২ কিলোমিটার সড়ক পড়ে রয়েছে অযত্নে অবহেলায় ইটের সলিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। 

জনগুরুত্বপূর্ণ এই সড়কটি প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে। সড়কের ইটের সলিং এর বিভিন্ন স্থানে ভেঙ্গেচুরে যাওয়ায় প্রতিদিন বিভিন্ন যানবাহন সহ পথচারীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।  

কাঠেঙ্গা গ্রামের আফাজ উদ্দিন সরদার বলেন, চাটমোহর কাঠেঙ্গা ও কাছিকাটা সড়কের মাঝখানে প্রায় দুই কিলোমিটার  রাস্তায় ইটের সলিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ওই রাস্তাটুকু ঢেউ টিনের মতো উচুঁ-নিচু হওয়ায় যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। মাত্র দেড়-দুই কিলোমিটার সড়ক পাকা না থাকায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসিদের। শিশু, বৃদ্ধ, অসুস্থ্য, সন্তানসম্ভবা মাকে দ্রুত হাসপাতালেও নিতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। সড়কটি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে জন্য করা হলেও মাত্র দুই কিলো সড়ক বাধা সৃষ্টি করছে। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সড়কে পাকা করা দরকার। 

বাস, ট্রাক, সিএনজি ও অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহনের চালকরা বলেন, ভাঙ্গা রাস্তায় গাড়ি চলাচলে খুব অল্প সময়ের মধ্যে গাড়ির বিভিন্ন যত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই রাস্তায় গাড়ি চালানো অনেকটাই কঠিন। আর মাঝে মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার হাজার হাজার মানুষ। দ্রুত এই সড়কের বাকি অংশটুকু সংস্কার করার প্রয়োজন।  

পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ জানান,আগেও একবার ওই সড়কের বাকি অংশ কাজের বরাদ্ধ চেয়ে ঊর্ধতন পর্যায় আবেদন দিয়েছি বরাদ্ধ আসেনি। সম্প্রতি আবারও সড়কের বাকি ওই অংশ টুকুর কাজের বরাদ্ধ চেয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। 

এসআর

×