
দখল করে রাখা সড়কের ওপর কাঁটা তারের বেড়া
নোয়াখালীর চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের বারেক হাওলাদার বাড়ির শতাধিক মানুষের চলাচলের পথ বন্ধ করে দেওয়া বিআরডিবির সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন সোহাগকে একদিনের মধ্যে জনসাধারণেরর চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার ওই নির্দেশ গত তিনদিনেও বাস্তবায়ন হয়নি।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে শনিবার (২৬ আগস্ট) দুপুরে জানা যায়, ওই বাড়ির লোকজনের অভিযোগের প্রেক্ষিতে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে ও অভিযুক্ত সোহাগের খরিদীয় ভূমির কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে সোহাগ কে ওই দিন জনসাধারণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে দিতে একদিনের সময় দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ প্রদান করেন। ওই নির্দেশ গত তিনদিনেও বাস্তবায়ন করেনি আহমেদ হোসেন সোহাগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আহমেদ হোসেন সোহাগ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ পাওয়ার পর কাঁটাতারের বেড়ার একটি অংশ কেটে দিলেও পুরো বেড়া ও সিমেন্টের খুঁটি বিদ্যমান রয়েছে। হাঁটাচলা কিংবা রিকশা-ভ্যান যাতায়াতের কোন সুযোগ নেই।
এ সময় স্থানীয়রা জানায়, সোহাগ রেকর্ডভুক্ত ৪০৩ নং দাগে জমি কিনে ওই দাগের উপর বিল্ডিং নির্মাণ করে বসবাস করে আসছে। কিন্তু সোহাগ ক্ষমতার প্রভাব খাটিয়ে ৪০২ নং দাগে রাস্তার উপর তিন বছর আগে বেড়া দিয়ে নিজের জায়গা দাবি করে রাস্তা বন্ধ করে ওই বাড়ির এক প্রবাসী থেকে ৮ লাখ টাকা চাঁদা আদায় করে। এবারও সে চাঁদা নেওয়ার উদ্দেশ্যে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে।
গত বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৮ লাখ টাকা চাঁদা নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। বাড়ির সামনে সরকারি গভীর নলকূপ (টিউবওয়েল) এর পানি প্রাণ করতেও বাড়ির লোকজনকে বাধা দিয়ে আসছে।
খোঁজ নিয়ে জানা যায়, আহমেদ হোসেন সোহাগ বিআরডিবি’র চেয়ারম্যান থাকাকালীন বিআরডিবি’র ১ কোটি ৫ লাখ টাকা আত্মসাৎ করায় দুদক তার বিরুদ্বে মামলা দায়ের করে। ওই মামলায় সে গ্রেপ্তার হয়ে ৩ মাস কারাগারে থেকে জামিনে আসে। ওই মামলা নোয়াখালীর আদালতে চলমান রয়েছে।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, রাস্তা উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ পালন না করায় সোহাগের বিরুদ্বে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর