
একদিনের বৃষ্টিতে বুধবার যশোর শহরের অধিকাংশ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়
একদিনের টানা বৃষ্টিতে যশোর পৌরসভার কয়েকটি সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ফলে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে ওই সকল ওয়ার্ডের বাসিন্দারা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর দু’পাশে ড্রেন থাকলেও পানি নিষ্কাশনে তা কোনো কাজেই আসছে না বলে অভিযোগ করছেন বাসিন্দারা। এদিকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য পৌরসভা পদক্ষেপও সকাল থেকে চোখে পড়েনি। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। বেলা ৪টা পর্যন্ত বৃষ্টিপাতের মাত্রা রেকর্ড করা হয়েছে ৮ মিলিমিটার। সরজমিনে দেখা গেছে, পৌরসভার ছয় নাম্বার ওয়ার্ড বেজপাড়া, পাঁচ নাম্বার ওয়ার্ডের এমএম কলেজ এলাকা, খড়কি, টিবি ক্লিনিক এলাকা ও সাত ও আট নাম্বার ওয়ার্ডের প্রায়ই সকল রাস্তাতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বেজপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মজিদ বলেন, একটানা বৃষ্টিতে এ এলাকার প্রায়ই সব সড়ক হাঁটু সমান পানির নিচে তলিয়ে গেছে। কারও কারও ঘরেও পানি উঠে গেছে। ঘরবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। সময় পুরো স্কুল ড্রেস ভিজে গেছে। শহরের এমএম কলেজ এলাকার বাসিন্দা রোকসানা বেগম বলেন, ঘরে ড্রেনের পানি উঠে গেছে। একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এরপরে নানা রকম রোগ দেখা দিবে। কয়েক বছর ধরে এই এলাকার মানুষ এমন ভোগান্তির শিকাট হচ্ছে, তবুও কার্যকারী পদক্ষেপ নিচ্ছে না পৌরসভা। মোটরসাইকেল চালক উজ্জ্বল হোসেন বলেন, মনিহার থেকে বেজপাড়া হয়ে শহরের মধ্যে আসছিলাম। আসার পথে মোটরসাইকেলের সাইলেন্সারের মধ্যে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। এখন ঠেলে গেরেজে নিতে হচ্ছে।