ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা  

প্রকাশিত: ২২:০২, ১ আগস্ট ২০২৩

এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ

পাসপোর্ট অফিস

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। বারবার ভোল্টেজ ওঠানামার কারণে বিকল হয়ে পড়ে এভিআর মেশিন। তবে, কবে সচল হবে কার্যক্রম, তা নিশ্চিত করে বলতে পারেনি পাসপোর্ট অফিসের কর্মকর্তারা।

চুয়াডঙ্গা পাসপোর্ট অফিস সূত্র জানা গেছে, গত বুধবার বিকেল ৫ টার দিকে চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের পাসপোর্ট অফিসের আওতাধীন একটি ট্রান্সফরমার বিষ্ফোরিত হয়। এতে বিদ্যুতের ভোল্টেজ ওঠা নামায় পুড়ে যায় পাসপোর্ট অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর)। তাতেই বন্ধ হয়ে যায় অফিসের পুরো কার্যক্রম। বিষয়টি তাৎক্ষণিক ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সেখান থেকে প্রকৌশলীরা আসেন চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ে। বেশ কয়েকবার চেষ্টার পরও সচল করা যায়নি এভিআর। বারবার ভোল্টেজ ওঠা নামার কারণে বিকল হয়ে পড়ছে যন্ত্রটি।

মঙ্গলবার দুপুরে দিকে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, সেবাপ্রত্যাশীরা অফিসে এসে সেবা না পেয়ে আবার ফিরে যাচ্ছে। এদিকে প্রধান ফটকে লেখা আছে, এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈদ্যুতিক গোলযোগের কারণে সার্ভার পুড়ে গেছে, বিধায় সকল কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। সার্ভার ঠিক হওয়া মাত্রই আমরা পুনরায় কার্যক্রম শুরু করব। সাময়িক কার্যক্রম বন্ধ থাকার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের বেলাল হোসেন জানান, গত তিন ধরে পাসপোর্ট তৈরির জন্য অফিসে আসছি, কিন্ত এসে দেখছি পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। 

জীবননগর উপজেলার উথলী গ্রামের আনোয়ারুল ইসলাম বলেন, আমি অতি জরুরী পাসপোর্ট করতে জমা দিয়েছিলাম গত ১৫ দিন আগে। আমার পাসপোর্টটি হয়ে গেছে। কিন্ত সার্ভার বন্ধ থাকায় পাসপোর্ট সংগ্রহ করতে পারছিনা। এখানকার কোন কর্মকর্তা বলতে পারছেনা কবে ঠিক হবে। 

এছাড়াও অনেকেই জেলার বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে আসছেন পাসপোর্ট ডেলিভারি বা জমা দেয়ার জন্য। কোন কার্যক্রম না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। 

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারি পরিচালক আব্দুস সাত্তার জানান, গত বুধবার থেকে পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিভাগের কর্মী ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের প্রকৌশলীরা এসে পর্যবেক্ষণ করেছে। বারবার চেষ্টা করেও তা এখনো সচল হয়নি। দ্রুতই সমস্যার সমাধান করে আবার কার্যক্রম শুরু হবে।
 

 

এসআর

×