
জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মেয়র
সিলেট সিটি নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নির্বাচনে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন। জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটু (ঘোড়া), মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), জহিরুল আলম (গোলাপ ফুল) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)। নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা) ভোট পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৯৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম বাবুল (লাঙল) পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। তৃতীয় শাহজাহান মিয়া (বাস) পেয়েছেন ২৯ হাজার ৬৮৮ ভোট। সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া ওরফে শাহজাহান মাস্টার। ২৯ হাজার ৬৮৮ ভোট পেয়ে তিনি জামানত রক্ষা করতে পেরেছেন।
কাউন্সিলরে ২২টিতে আওয়ামী লীগ, আটটিতে বিএনপি (বহিষ্কৃত) ও চারটিতে জামায়াত জয়ী ॥ সিলেট সিটি নির্বাচনে ৪২টি ওয়ার্ডের মধ্যে ২২টিতে আওয়ামী লীগের নেতারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত আট নেতা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর সাতজন ও সংরক্ষিত কাউন্সিলর পদে একজন নির্বাচিত হন। ইসির নিবন্ধন হারানো দল জামায়াতে ইসলামী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয়জন, নির্বাচিত হন চারজন।
নির্বাচিত ৪২ সাধারণ কাউন্সিলর ॥ নির্বাচিত কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে সৈয়দ তৌফিকুল হাদী, ২নং ওয়ার্ডে বিক্রম কর স¤্রাট, ৩নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ লায়েক, ৪নং ওয়ার্ডে শেখ তোফায়েল আহমদ শেপুল, ৫নং ওয়ার্ডে রেজওয়ান আহমদ, ৬নং ওয়ার্ডে ফরহাদ হোসেন শামীম, ৭নং ওয়ার্ডে সায়ীদ মো. আবদুল্লাহ, ৮নং ওয়ার্ডে জগদীশ চন্দ্র দাশ, ৯নং ওয়ার্ডে মখলিছুর রহমান কামরান, ১০নং ওয়ার্ডে তারেক উদ্দিন, ১১নং ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু, ১২নং ওয়ার্ডে সিকান্দর আলী, ১৩নং ওয়ার্ডে শান্তনু দত্ত সন্তু, ১৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম মুমিন, ১৫নং ওয়ার্ডে ছয়ফুল আমিন বাকের, ১৬নং ওয়ার্ডে আব্দুল মুহিত জাবেদ, ১৭নং ওয়ার্ডে রাশেদ আহমদ, ১৮নং ওয়ার্ডে এবিএম জিল্লুর রহমান, ১৯নং ওয়ার্ডে এসএম শওকত আমীন তৌহিদ, ২০নং ওয়ার্ডে আজাদুর রহমান, ২১নং ওয়ার্ডে আব্দুল রকিব তুহিন, ২২নং ওয়ার্ডে ফজলে রাব্বী চৌধুরী, ২৩নং ওয়ার্ডে মোস্তাক আহমদ, ২৪নং ওয়ার্ডে হুমায়ুন কবির সুহিন, ২৫নং ওয়ার্ডে তাকবির ইসলাম পিন্টু, ২৬নং ওয়ার্ডে তৌফিক বক্স, ২৭নং ওয়ার্ডে আব্দুল জলিল নজরুল, ২৮নং ওয়ার্ডে রায়হান হোসেন, ২৯নং ওয়ার্ডে মাজহারুল ইসলাম শাকিল, ৩০নং ওয়ার্ডে রকিব খান, ৩১নং ওয়ার্ডে নজমুল হোসেন, ৩২নং ওয়ার্ডে রুহেল আহমদ, ৩৩নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৩৪নং ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৩৫নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩৬নং ওয়ার্ডে হিরন মাহমুদ নিপু, ৩৭নং ওয়ার্ডে রিয়াজ মিয়া, ৩৮নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন, ৩৯নং ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন, ৪০নং ওয়ার্ডে লিটন আহমদ, ৪১নং ওয়ার্ডে ফখরুল আলম ও ৪২নং ওয়ার্ডে মতিউর রহমান।
১৪ সংরক্ষিত কাউন্সিলর ॥ নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে সালমা সুলতানা, ২নং ওয়ার্ডে কুলসুমা বেগম পপি, ৩নং ওয়ার্ডে রেবেকা বেগম রেনু, ৪নং ওয়ার্ডে রুহেনা খানম মুক্তা, ৫নং ওয়ার্ডে শাহানা বেগম শানু, ৬নং ওয়ার্ডে শাহানারা বেগম, ৭নং ওয়ার্ডে নার্গিস সুলতানা, ৮নং ওয়ার্ডে শারমিন আকতার রুমি, ৯নং ওয়ার্ডে ছমিরন নেছা, ১০নং ওয়ার্ডে আয়শা খাতুন কলি, ১১নং ওয়ার্ডে সাজেদা বেগম, ১২নং ওয়ার্ডে মোছা. হজেরা বেগম, ১৩নং ওয়ার্ডে ফাতেমা বেগম ও ১৪নং ওয়ার্ডে বাবলি আকতার।