
অনুদানের ব্রডগেজ লোকোমোটেড
ভারত সরকারের দেয়া অনুদানের ২০টি ব্রডগেজ লোকোমোটেড চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বিকাল ৫ টায় এ লোকোমোটেড গুলো ভারত থেকে দর্শনা রেলস্টেশনে এসে পৌঁছায়।
এ উপলক্ষে দর্শনা রেলষ্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন ভারতের পক্ষে রেলওয়ে কমিউনিকেশন, ইলেকট্রনিকস ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের পক্ষে রেলওয়ে মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এ সময় উপস্থিত ছিলেন ভারতে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদুত নুরুল ইসলাম, ঢাকা রেলভবনে উপস্থিত ছিলেন বাংলাদেশে রেলওয়ে সচিব ড.হুমায়ুন কবির।
দর্শনা রেলস্টেশনে লোকোমোটেড হস্তান্তর করেন ভারতের রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর অশোক কুমার বিশ্বাস ও গ্রহন করেন বাংলাদেশ রেলওয়ে ঈশ্বরদী জংশনের সিনিয়র প্রকৌশলী শাহেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) জেনারেল ম্যানেজার অসিত কুমার তালুকদার, রাজশাহী প্রধান যন্ত্রপ্রকৌশলী কুদরতি খোদা, পাকশি বিভাগীয় ম্যানেজার শাহ্ সুফি নূর মোহাম্মদ ও পাকশি বিভাগীয় যন্ত্রপ্রকৌশলী আশীষ কুমার মন্ডল।
স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক প্রমূখ।
এমএস