ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

ড্রেজার ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি 

প্রকাশিত: ১৮:৩৪, ৯ মে ২০২৩

ড্রেজার ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা 

অবৈধ বালু উত্তোলনের স্থানে ভ্রাম্যমান আদালত 

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের নাছির মোল্লার পুকুরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই মর্মে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার অভিযান পরিচালনা করেন। এসময় ড্রেজার মালিক আবু হানিফকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

দন্ডপ্রাপ্ত আবু হানিফ নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে। তিনি নিজের ভূল স্বীকার করে জরিমানার টাকা পরিশোধ করে ভবিষ্যতে অবৈধভাবে বালু করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বলেন, সদরের কোথাও যদি অবৈধভাবে বালু উত্তোলন করা হয় তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএস

×