ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বরিশালে যাত্রীবাহী বাসচাপায় পুলিশ কর্মকর্তা সহ নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশিত: ১০:২৬, ২৩ এপ্রিল ২০২৩

বরিশালে যাত্রীবাহী বাসচাপায় পুলিশ কর্মকর্তা সহ নিহত ২ 

নিহত পুলিশ কর্মকর্তা

বরিশাল নগরীর রুপাতলীতে যাত্রীবাহী বাসচাপায় পুলিশের এসআই পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার বিকেলে এক সঙ্গী সমেত মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ঝালকাঠির রায়াপুরে যাচ্ছিলেন ঢাকা এসবিতে কর্মরত মো. ফায়েজ। 

এ সময় বিপরিত দিক থেকে ছুটে আসা হিমেল পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে শহরের গ্রামীণ চক্ষু হসপিটালের সম্মুখে বরিশাল-ঝালকাঠি সড়কে চাপা দেয়। এতে ঘটস্থলেই পুলিশ কর্মকর্তা নিহত হন এবং  মোটরসাইকেলের পেছনে থাকা সঙ্গী নিহত কর্মরত মো. ফায়েজ এর ফুফাতো ভাই গুরুতর আহত হন। 

গুরুতর আহতকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত পুলিশ কর্মকর্তা আউটসাইড ক্যাডেট ৩৫ তম ব্যাচে সাব ইন্সপেক্টর হিসেবে পুলিশে যোগদান করেন। 

সড়ক দুর্ঘটনার বিষয় জনকণ্ঠকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চত করেন।

এসআর

×