ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

প্রকাশিত: ২২:৩২, ১১ এপ্রিল ২০২৩

দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

বিদ্যুৎ উৎপাদন

দেশে বিদ্যুৎ উৎপাদনে চলতি বছর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২২ সালের ১৬ এপ্রিল দেশে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।

পিডিবি জানায়, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড৷

বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৬ হাজার মেগাওয়াটের বেশি।

এমএইচ

×