
প্রতীকী ছবি।
গাজীপুরের নলজানি ও ইটাহাটা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফারজানা হক ওরফে কচি (৩৩) ও আয়েশা সিদ্দিকা (৩)। কচি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাউঘাটা গ্রামের মো. শাহনেওয়াজের স্ত্রী। অপরদিকে আয়েশা বাসন থানার ইটাহাটা এলাকার রাশেদুল ইসলামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান।
তিনি জানান, গ্যাসের আগুন থেকে ওই পুলিশ সার্জেন্টের স্ত্রী ফারজানার মৃত্যু হয়েছে। অপর দিকে ইটাহাটা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএম