ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নানী-নাতি নিহত, জামাতা আহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ২১:৩৬, ১৮ জানুয়ারি ২০২৩

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নানী-নাতি নিহত, জামাতা আহত

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নানী ও শিশু নাতনি নিহত হয়েছেন। এঘটনায় শিশুটির বাবা মোটরসাইকেল চালক আহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যায় উপজেলার বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা গ্রামের চুক্কাবাড়ি নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মজমের চালা এলাকার মৃত আব্দুস ছোবহানের স্ত্রী বাছিরন (৫০) এবং তার নানী স্থানীয় মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত (৭)।

মাওনা পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাবুল মিয়া (৩০) তার শাশুড়ি বাছিরন ও মেয়ে নুসরাতকে নিয়ে মোটরসাইকেলযোগে বদনীভাঙ্গা গ্রামের বেতঝুড়ির দিকে যাচ্ছিলেন। পথে বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা চুক্কাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা গাজীপুর বাজারগামী লাকড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাছিরন ঘটনাস্থলেই নিহত এবং তার নাতি ও জামাতা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুসরাত মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×