ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মুন্সীগঞ্জে ভিপি মাহমুদের জ্ঞান ফিরেছে দোয়া কামনা

প্রকাশিত: ১৮:৪৫, ৭ ফেব্রুয়ারি ২০১৭

মুন্সীগঞ্জে ভিপি মাহমুদের জ্ঞান ফিরেছে দোয়া কামনা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মাহমুদ রিয়াদের (৩৮) জ্ঞান ফিরেছে। চিকিৎসকরা বলেছের ক্রমেই তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। ব্রেন অপারেশনের ৪৮ ঘন্টা অতিক্রম করার পর মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট চিকিৎসক মাহমুদ রিয়াদের শারিরিক অবস্থার উন্নতি বিষয়ে ব্রিফিংয়ে জানান, তার বাম পাশ পুরোপুরি স্বাভাবিক এবং ডান পাশও নাড়া চাড়া করছে। আস্তে আস্তে ডান পাশও স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন। তবে তাঁর তাকে আরও ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখার হবে। এছাড়াও কয়েক দিন আইসিইউতে রাখার প্রয়োজন হতে পারে। সকাল সাড়ে টায় ভারতীয় নিউরোলোজিস্ট অধ্যাপক আরি জর্জ চকোর নেতৃত্বাধীন চিকিৎসকগণ ব্রিংফিংয়ে এসব তথ্য জানান। এই সময় ডা. মামুন ও ডা. এরশাদসহ সংশ্লিষ্ট চিকিৎসকড়ণ উপস্থিত ছিলেন। তবে কাল থেকে নিউরোলোজিস্ট অধ্যাপক ডা. এএম রেজাউল সাত্তারের তত্ত্বাবধানে থাকবেন রিয়াদ। ফ্রিফিংয়ের পরপরই অবস্থার উন্নতির খবরটি জানাতে গিয়ে মাহমুদ রিয়াদের অনুজ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি পরিবারের পক্ষ থেকে সকলের গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, সকলের দোয়াতেই আল্লাহ তাঁর ভাইকে সুস্থ করে তুলছেন। তিনি সকলের কাছে তাঁর ভাইয়ের পুরোপুরি সুস্থতার জন্য আরও দোয়া প্রার্থনা করেন। এদিকে প্রায় তিন ঘন্টা অস্ত্রপোচারের পর রবিবার ভোর ৫টা ১০মিনিটে তাঁকে লাইফ সাপোর্টে আইসিইউতে রাখা হয়। স্ট্রোকের কারণে ব্রেন রক্তকরণ সফল অস্ত্রপোচারে মাধ্যমে অপসারণ করা হয়েছে। তবে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। অধীনে মাহমুদ রিয়াদ ভর্তি রয়েছেন। তিনি এই অস্ত্রপোচারে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় নিউরোলোজিস্ট অধ্যাপক আরি জর্জ চকো। হাসাপাতালটির কর্তব্যরত চিকিৎসক ডা. এএইচ এম আসাদুজ্জামান জানিয়েছেন, ব্রেন স্ট্রোকে মাহমুদ রিয়াদের মাথার থেলামাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অংশটিতে ব্লিডিং হয়েছে। তাই তাঁকে সুরক্ষায় দ্রুত অস্ত্রপোচারের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে শনিবার রাত ১১টায় উচ্চ রক্তচাপ এবং ব্র্যান্ট স্ট্রোক জনিত কারণে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সদালাপী, বিনয়ী ও ভালো মানুষ হিসাবে সুপরিচিত সাবেক এই ছাত্র নেতা শহরের পুরনো কাছারীতে রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। তাৎক্ষনিক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকায় রেফার্ড করেন। সাথে সাথে এ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে সিটি স্ক্যানসহ নানা পরীক্ষার পর তাঁর মাথায় অস্ত্রপোচারের সিদ্ধান্ত হয়। এদিকে মাহমুদ রিয়াদের সুস্থতার জন্য তাঁর মা বিলকিস বেগম, স্ত্রী ইসরাত জাহান মৌসুমি আক্তার, একমাত্র পুত্র মুন্সীগঞ্জ কেকে গভঃ ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণির ছাত্র মাশরুল আফিফ ও বোন লিপি আক্তারও সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এদিকে প্রতিদিন বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশার মুনুষ হাসপাতালে গিয়ে মাহমুদ রিয়াদের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতালটির ছয় তলায় নিউরো আইসিইউ’র ৮ নম্বর বিছনায় রাখা মাহমুদের সাথে কোন রকম সাক্ষাত সম্ভব নয়। দূরের গ্লাসের বাইরে থেকেই এই বিছানাটি দেখা যায় না। তার পর শুভাকাংখীরা হাসপাতালটিতে যাচ্ছেন এবং দোয়া করছেন।
×