ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রকাশিত: ১৯:০৬, ২৫ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক॥ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন : মোহাম্মদ হাশেম (৩২) ও মঞ্জু (২৯)। আজ সোমবার ভোররাতের দিকে উপজেলার পূর্ব সরফভাটা পুদিনা বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে ওই দুজনের লাশ উদ্ধার করে। রাঙ্গুনিয়া থানার এসআই বাপ্পি জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাঙ্গুগুনিয়া থানার ওসি হুমায়ুন কবীর বলেন, জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে কয়েকজন সন্ত্রাসী রাত সাড়ে ১২টার দিকে সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামে পুদিনা বড় বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে দুজনকে হত্যা করেছে। পুলিশ সেখানে গেছে। ওসি বলেন, যারা মেরেছে তারা সন্ত্রাসী, যারা মারা গেছে তারাও সন্ত্রাসী। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×