ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাই যথেষ্ট নয় ॥ আফ্রিদি

প্রকাশিত: ১৮:৫৬, ২৩ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাই যথেষ্ট নয় ॥ আফ্রিদি

অনলাইন ডেস্ক ॥ জাতীয় ক্রিকেট দলকে কেবলমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে থেমে না থাকতে এবং ভবিষ্যতে আরও ধারাবাহিক হতে কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেছেন, ‘এই দলটির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় একটি বড় অর্জন। তবে একটা শিরোপা জয় মানেই এই নয় যে, আমরা বিশ্বকে জয় করে ফেলেছি। আমাদের দরকার ভাল করার ধারা অব্যাহত রাখা এবং পারফরমেন্সে আরো বেশি ধারাবাহিক হওয়া, পাশাপাশি জয়ের ধারা অব্যাহত রাখা। ’ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অবকাঠামোগত বড় ধরনের পরিবর্তন আনা দরকার বলেও উল্লেখ করেন সাবেক এ অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দি ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পরও ঘুড়ে দাঁড়ানোয় দলের প্রশংসা করেন তিনি। আফ্রিদি বলেন, ‘ভারতের কাছে এত বড় পরাজয়ের পর দল যেভাবে ঘুড়ে দাঁড়িয়েছে এবং দল আমাদের দেশ তথা জাতির জন্য এত বড় আনন্দ এনে দেয়ায় সত্যিই আমি খুশি’
×