ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ১৭ এপ্রিল ২০২৫

আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

ছবি সংগৃহীত

ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পর বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। ম্যাচে নামার পাঁচ দিনের মাথায় আবারও পুরনো চোটে আক্রান্ত হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন এই ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল), সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে শততম ম্যাচ খেলতে নামেন নেইমার। শুরুর একাদশেই ছিলেন তিনি। প্রথম ২৭ মিনিটেই সান্তোস দুই গোল খেয়ে বসে। কিন্তু এরপরই আসে দুঃসংবাদ।

নেইমার হঠাৎ বেঞ্চের দিকে ইঙ্গিত দেন বদলির জন্য। কিছুক্ষণ পর মাটিতে বসে পড়েন, চোট যেন আরও একবার তাকে কাবু করে ফেলে। শেষ পর্যন্ত কার্টে করে মাঠ ছাড়েন তিনি, নিজে হেঁটে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। সেই সময় চোখে জল আর মুখে হতাশা—সব মিলিয়ে হৃদয়বিদারক এক দৃশ্য।

তার এই অবস্থায় সান্তোস ও প্রতিপক্ষ আতলেতিকো মিনেইরোর খেলোয়াড়রা এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন। কিন্তু পুরনো ইনজুরির এভাবে ফিরে আসা যেন মানতেই পারছিলেন না ৩৩ বছর বয়সী এই তারকা।

এর আগে ক্যাম্পেওনাতো পাওলিস্তা ম্যাচে বাঁ উরুর চোটে পড়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। সেই একই চোটের কারণেই ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারেননি তিনি। বহুদিন পর গত রোববার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে ফেরেন।

২০১৬-১৭ মৌসুমের পর থেকে আর কখনোই এক মৌসুমে ৩৫টি ম্যাচ খেলতে পারেননি নেইমার। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবর মাসে।

চোটের কারণে নেইমারের ক্যারিয়ার যেন বারবার থেমে যাচ্ছে। এবারের চোট কতটা গুরুতর এবং তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এসএফ 
 

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার