ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আইসিসির বড় দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

প্রকাশিত: ২০:৪২, ১৪ এপ্রিল ২০২৫

আইসিসির বড় দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বে আবারও ফিরলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দ্বিতীয় মেয়াদে তাকে পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার আইসিসির এক আনুষ্ঠানিক বিবৃতিতে গাঙ্গুলির পুনঃনিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ২০২১ সালে প্রথমবারের মতো এই পদে দায়িত্ব পান তিনি। তিন বছর দায়িত্ব পালনের পর এবার দ্বিতীয়বারের মতো একই পদে নিযুক্ত হলেন ‘প্রিন্স অফ কলকাতা’। তিনি এই পদে আসীন হয়েছিলেন তারই সাবেক সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়ে।

আইসিসির বিবৃতিতে আরও জানানো হয়, গাঙ্গুলির সঙ্গে পুরুষ ক্রিকেট কমিটিতে সদস্য হিসেবে থাকছেন ভারতের সাবেক স্টাইলিশ ব্যাটার ভিভিএস লক্ষ্মণ। কমিটিতে আরও অন্তর্ভুক্ত হয়েছেন আফগানিস্তানের হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রট।

অন্যদিকে, উইমেন্স ক্রিকেট কমিটির দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অফ-স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। কমিটির সদস্য হিসেবে তার সঙ্গে থাকছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার আভ্রিল ফাহে এবং ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি ফোলেটসি মোসেকি।

বিশ্ব ক্রিকেটে উন্নয়নের লক্ষ্যে আইসিসির এই দুটি কমিটি নানা নীতিমালা প্রণয়ন ও পরামর্শ দিয়ে থাকে। ডিআরএস ব্যবস্থার উন্নয়ন, বোলারদের অ্যাকশন পর্যালোচনা, খেলার নিয়ম-কানুনের পরিবর্তন ও আধুনিকীকরণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখেন এই কমিটির সদস্যরা।
 

এসএফ   

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার