ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

গতিতে নতুন রেকর্ড নাহিদ রানার

প্রকাশিত: ২১:৪৩, ২ সেপ্টেম্বর ২০২৪

গতিতে নতুন রেকর্ড নাহিদ রানার

পিন্ডি টেস্টে ঘন্টায় ১৫২ কি.মি গতিতে বল করেছেন ২১ বছর বয়সি এ পেসার।

বাংলাদেশের পেস অ্যাটাক যে বড় বড় দলগুলোর ব্যাটারদের কাঁপন ধরিয়ে দিতে পারেন সেটা আরও একবার প্রমাণ করলেন হাসান-নাহিদ রানা-তাসকিনরা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও গতির ঝড় তোলেন পেসার নাহিদ রানা। গতিতে দেশে ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন তিনি। স্পর্শ করেছেন নতুন এক মাইলফলক।

পাকিস্তানের দ্বিতীয় টেস্টে দ্রুতগতির বল নতুন এ রেকর্ড গড়েছেন এ টাইগার পেসার। প্রতি ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করেছেন তিনি। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৫০ এর কোটা ছুঁতে পারেননি কোনো বাংলাদেশি বোলার। সর্বোচ্চ ১৪৯.৫ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন পেসার রুবেল হোসেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড করেন নাহিদ রানা। এদিন বল হাতে ৪ উইকেট শিকার করেছেন তিনি। শান মাসুদ, বাবর আজম, সউদ শাকিল ও আবরার আহমেদের উইকেট তুলে নেন রানা।

দ্রুতগতিতে বোলিং করা এই পেসার দিনেদিনে পরিচিত হয়ে উঠছেন ‘চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস’ নামে। ২১ বছর বয়সী পেসারের ক্যারিয়ারে এটি তৃতীয় টেস্ট। চলতি বছরের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। শুরুতেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন তিনি। গতিতে মুগ্ধ করেছেন সবাইকে। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট।

আর চলতি সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে তিনি নিয়েছেন ১ উইকেট। এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেয়ার আগে প্রথম ইনিংসে নিয়েছিলেন ১ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার শিকার ১১ উইকেট।

 

মিরাজ/এম হাসান

×