ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে বিসিবি একাদশ

প্রকাশিত: ১০:৪৬, ২৫ জুলাই ২০১৯

 সেমিফাইনালে বিসিবি একাদশ

স্পোর্টস রিপোর্টার ॥ ড. (ক্যাপ্টেন) থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। বুধবার ম্যাচ শেষ হওয়ার একদিন আগেই কর্নাটক স্টেট ক্রিকেট এ্যাসোসিয়েশন (কেএসসিএ) সেক্রেটারিস একাদশের বিপক্ষে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে মুমিনুল হকের দল। তাতেই সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছে। গ্রুপপর্বের শেষ ম্যাচ ছিল এটি। প্রথম দুই ম্যাচ ড্র করে বিসিবি একাদশ। তাতে সেমিফাইনালে খেলতে হলে তৃতীয় ম্যাচটিতে জিততেই হতো। জয় মিলেও যায়। বিসিবি একাদশকে ৮৬ রানের টার্গেট দিতে সক্ষম হয় কেএসসিএ সেক্রেটারিস একাদশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৪.১ ওভারে কোন উইকেট না হারিয়ে জয় তুলে নেয় বিসিবি একাদশ। ৮৬ রান করে জিতে। বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অপরাজিত ৫২ রান করেন। অভিজ্ঞ ব্যাটসম্যান জহুরুল ইসলাম করেন অপরাজিত ৩২ রান। চারদিনের এ ম্যাচের প্রথম ইনিংসে কেএসসিএ সেক্রেটারিস একাদশ ৭৯ রানেই অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তারা ৩৪০ রান করে। বিসিবি একাদশ প্রথম ইনিংসে ৩৩৪ রান করায় টার্গেট দাঁড় হয় ৮৬ রানের। খুব সহজেই এই রান করে একদিন আগেই জিতে যায় বিসিবি একাদশ। তৃতীয়দিনে ৫৬ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছিল কেএসসিএ সেক্রেটারিস একাদশ। অভিনব মনোহরের (১১৭ রান) অসাধারণ ব্যাটিংয়ে ৮৬ রানের লক্ষ্য ছুড়তে পারে কেএসসিএ সেক্রেটারিস একাদশ। তা নাহলে হয়তো ইনিংস হারও হতে পারতো। দ্বিতীয়দিনেই বোঝা হয়ে গিয়েছিল ম্যাচটি বিসিবি একাদশ জিততে যাচ্ছে। তাই হয়েছে।
×