ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফোনের জন্য ভাঁজকরা ডিসপ্লে তৈরি করছে এলজি

প্রকাশিত: ২০:২৭, ১৯ ডিসেম্বর ২০১৬

ফোনের জন্য ভাঁজকরা ডিসপ্লে তৈরি করছে এলজি

অনলাইন ডেস্ক॥ ভাঁজকরা ডিসপ্লে তৈরির উদ্যোগ নিয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। যৌথভাবে এই ডিসপ্লে তৈরির জন্য এলজির সঙ্গে একজোট হয়েছে অ্যাপল, গুগল এবং মাইক্রোসফট। এই ভাঁজকরা ডিসপ্লে স্মার্টফোনে ব্যবহার করা হবে। এলজি জানিয়েছে, তাদের উদ্ভাবিত এই ফোল্ডিং ডিসপ্লে হবে ওলিড প্যানেলের। এটি ফ্লাগশিপ ফোনে ব্যবহৃত হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনা জানিয়েছে, এলজি বহুদিন ধরে ফোল্ডিং ডিসপ্লে প্যানেল তৈরির জন্য কাজ করছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ভাঁজকরা ডিসপ্লের প্রোটোটাইপ তৈরি করেছে। তবে এটি এখনই বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে না। শোনা যাচ্ছে ২০১৭ সালে অ্যাপল নমনীয় ওলিড ডিসপ্লের আইফোন বাজারে ছাড়তে যাচ্ছে। এমনকি স্যামসাংও তাদের ফোনে এই প্রযুক্তি সংযোজন করতে যাচ্ছে।
×