
টঙ্গীর চেরাগআলী বিআরটি ফ্লাইওভারের বাস কাউন্টার স্টেশনে চাপাতি নিয়ে দিনেদুপুরে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল ঘটনায় ছিনতাই বন্ধসহ ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাত ছাড়াও দিনেদুপুরে ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে টঙ্গী গাজীপুর বিআরটি সড়কের ফ্লাইওভারটি। গত কয়েক মাসে এই বিআরটি সড়কে ছিনতাইকারীদের কবলে পড়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, টঙ্গী চেরাগআলী ফ্লাইওভার বাসস্ট্যান্ডে মোটরসাইকেলযোগে আসা ৩ ছিনতাইকারী দলের দু'জন এক পথচারীকে চাপাতি দিয়ে আক্রমণ করে ছিনতাইয়ের চেষ্টা করছে। পথচারী দৌড়ে পালানোর চেষ্টা করছে। এ সময় সড়কের আশপাশে থাকা বিল্ডিংয়ের লোকজন হৈ-হুল্লোড় করে ছিনতাইকারীদের ডরভয় দেখাচ্ছে।
এ অবস্থায় ছিনতাইকারী দল পিছু হটে দৌড়ে মোটরসাইকেলে করে পালাতে দেখা যায়। লোকজন তাদের বিল্ডিং থেকে ছিনতাইকারীদের উদ্দেশ্যে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকায় ছিনতাইকারী দল পিছু হটে। আশপাশের বিল্ডিংয়ের লোকজন বলতে থাকেন, “ভিডিও করছি কিন্তু। গাড়ির নাম্বার রাখছি।” ভিডিওতে দেখা যায়, দূর থেকে মানুষজনের হৈ-হুল্লোড় শুনে ছিনতাইকারী দল ছিনতাই রেখেই চাপাতি হাতে দৌড়ে পালাচ্ছে। একটু দূরে মোটরসাইকেল নিয়ে অবস্থানরত অপর ছিনতাইকারী সহযোগীর মোটরসাইকেলে করে গোলাপি, কালো ও ধূসর রঙের জামা পরা ৩ ছিনতাইকারী চম্পট দিচ্ছে।
এমন দুঃসাহসিক ছিনতাই দৃশ্যের ভিডিও নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয় টঙ্গী গাজীপুরের প্রশাসনসহ স্থানীয়দের মাঝে। দাবি তোলা হয় ছিনতাই বন্ধে প্রশাসনের কার্যক্রম জোরদার করার। যোগাযোগ করা হলে গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার এন. এম. নাসির উদ্দিন জনকণ্ঠকে বলেন, টঙ্গী চেরাগআলীতে ছিনতাইয়ের ভাইরাল ভিডিও তাদের দৃষ্টিগোচর হয়েছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার পুলিশ প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও ছিনতাই বন্ধে পুলিশি টহল জোরদার করার।
ভাইরাল ভিডিওর মন্তব্যে নানাজনের মধ্যে মোস্তাফিজুর রহমান টুলু লিখেছেন, “আমাদের টঙ্গীবাসীর জন্য লজ্জার বিষয়। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।” শফিকুল ইসলাম গোলাপ মন্তব্য করেছেন, “টঙ্গী থানার পশ্চিম ও পূর্ব পুলিশদের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা টঙ্গীবাসীর জন্য লজ্জাজনক।” আবু হানিফ লিখেছেন, “টঙ্গীতে ছিনতাইকারীর আখড়া।”
এয়ারপোর্ট–টঙ্গী–গাজীপুর বিআরটি সড়কটির ফ্লাইওভারের বাস কাউন্টারের বাস স্টেশনগুলোতে প্রতি দিনরাত ঘটছে ছিনতাইয়ের এমন সব দুঃসাহসিক ঘটনা। ফ্লাইওভারের স্টেশনগুলোতে লোকাল ও আন্তঃজেলা বাসগুলো থেকে যাত্রী উঠা–নামা করে থাকেন। নিরিবিলি সময়ে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায় বহুগুণ। লোকজন কম থাকার সুবাদে ছিনতাইকারী দল ওইসব যাত্রীদের টার্গেট করে সর্বস্ব লুটে নেয়। বাধা দিলে ঘটে ছোরা–চাপাতির আঘাতে আহত–নিহতের ঘটনা।
আফরোজা