
ছবি: সংগৃহীত
প্রাবন্ধিক ও বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, “আওয়ামী লীগ দল আকারে ফ্যাসিস্ট হতে পারে, আপনি আইনত তাদের নিষিদ্ধও করতে পারেন। কিন্তু আওয়ামী লীগের সকল মানুষ খারাপ হয়ে গেল—এই ধারণা জাতিকে কোথাও নিয়ে যাবে না।”
তিনি বলেন, রাষ্ট্র যদি একটিমাত্র দল বা গোষ্ঠীকে বাদ দিয়ে গঠন করার চেষ্টা করে, তাহলে সেই রাষ্ট্রব্যবস্থা পূর্ণতা পায় না। “আমি বারবার বলেছি—আজ বিএনপি, জামায়াত বা অন্য কেউ ক্ষমতার বাইরে থাকলেও, সেই অবস্থার স্থায়িত্ব হতে পারে না। ক্ষমতার কাঠামোতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশনের পথেই যেতে হবে,” বলেন তিনি।
ফরহাদ মজহার স্মরণ করিয়ে দেন, “৮ আগস্টের পর শফিকুর রহমান ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। তাঁকেও বলেছিলাম—আপনারা কেন ক্ষমতার বাইরে থাকবেন? অন্তর্বর্তী সরকার যদি অন্যদের নিয়েই হয়, তাহলে আপনারাও আসুন, একসাথে একটি গ্রহণযোগ্য গঠনতন্ত্র প্রণয়ন করি।”
তিনি বলেন, “আমার ভিডিওগুলোতে বারবার বলেছি—আমাদের যা ভুল হয়েছে, তা স্বীকার করা, পরস্পরের ভুল বোঝাবুঝি দূর করা, ক্ষতিগ্রস্তদের প্রতি রাষ্ট্রের দায় স্বীকার করা এবং পুনর্গঠনের মাধ্যমে সমাজকে নতুনভাবে গঠন করা—এই পথেই সমাধান সম্ভব।”
তিনি আরও বলেন, “আমরা যদি শত্রুকে সুযোগ না দিতে চাই, তাহলে সমাজে কাউকে বাইরে রাখা যাবে না। একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া লাগবেই। ভুল যেখানেই হয়েছে, সেটা স্বীকার করে সামনে এগোতে হবে।”
নিজের বক্তব্যের ব্যাখ্যায় ফরহাদ মজহার বলেন, “আমি শুধু আমার অবস্থান পেশ করছি। আপনি যদি ভিন্নমত পোষণ করেন, অবশ্যই বলবেন। আমি পাবলিক ফিগার, আপনারা সমালোচনা করতেই পারেন। তবে এটুকু বলি—আমরা যদি সেই পথটা আগেই ধরতে পারতাম, তাহলে অনেক কিছু সহজে অর্জন হতো।”
শেষে তিনি বলেন, “আমরা ৫০ বছর ধরে যে সংগ্রাম করেছি, তা যেন আবার নতুনভাবে শুরু করতে না হয়। সেই জন্য দরকার সাহসী সিদ্ধান্ত, রাজনৈতিক রিকনসিলিয়েশন এবং রাষ্ট্রীয় পুনর্গঠনের একটি স্পষ্ট রূপরেখা। তাহলেই আমরা আবারও নতুন বাংলাদেশ গঠন করতে পারবো, নতুন নীতি, আদর্শ ও কৌশলের ভিত্তিতে।”
সূত্র: https://youtu.be/mZJef4t8wU8?si=lC-p6SpSO5iMQAHa
রবিউল হাসান