
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ ঢাকায় শেষ হলো বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাতে বৈঠক-পরবর্তী এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।
কবে থেকে এবং কী প্রক্রিয়ায় মালয়েশিয়ায় পুনরায় কর্মী পাঠানো শুরু হবে— সে বিষয়ে বৈঠকে অংশ নেওয়া কোন পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। বৈঠক সূত্রে জানা গেছে, কর্মী প্রেরণে আগে যেমন নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট ব্যবস্থায় নিয়োগ কার্যক্রম পরিচালিত হতো, এবার সেই পদ্ধতি বহাল থাকবে কি না— তা নিয়েই হয়েছে দীর্ঘ আলোচনা। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি দুই পক্ষ।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া। অন্যদিকে, মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল শাহারিন বিন ওমর।
এসএফ