ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

জাপান যেতে আগ্রহীদের জন্য এলো বড় সুখবর

প্রকাশিত: ০৯:৪৫, ১৪ মে ২০২৫

জাপান যেতে আগ্রহীদের জন্য এলো বড় সুখবর

ছবি: সংগৃহীত।

জাপানে কেয়ার গিভার হিসেবে কাজ করতে আগ্রহীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

মঙ্গলবার (১৩ মে) বোয়েসেলের উপমহাব্যবস্থাপক (উন্নয়ন ও গবেষণা) মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপানে কেয়ার গিভার পেশাটি একটি সম্ভাবনাময় খাত এবং এতে দক্ষ কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠাতে চায় বোয়েসেল।

নিবন্ধনের প্রাথমিক শর্তাবলি:

  • জাপানিজ ভাষা দক্ষতার সনদ থাকতে হবে (JLPT N4 বা JFT-Basic)
  • নার্সিং কেয়ার স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে
  • প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে
  • বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
  • পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন
  • হালনাগাদ পাসপোর্ট থাকতে হবে
  • সব সনদ ও সিভি একত্রে স্ক্যান করে ১ এমবির মধ্যে একটি PDF ফাইল তৈরি করে অনলাইনে আপলোড করতে হবে

অনলাইন নিবন্ধনের লিংক:
 https://brms.boesl.gov.bd

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে চাকরির চুক্তিপত্র, বেতন, থাকা-খাওয়া, ওভারটাইম, ছুটি, মেডিকেল ও ইনস্যুরেন্সসহ যাবতীয় শর্তাবলি জানিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ সতর্কতা:
বোয়েসেল সরাসরি কোনো প্রকার নগদ অর্থ গ্রহণ করে না এবং কেউ টাকা চাইলে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে। কোনো সুপারিশ গ্রহণযোগ্য নয় এবং তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

জাপানে কেয়ার গিভার আবেদনের লিংক দেখতে এখানে ক্লিক করুন।

নুসরাত

×