ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দুই মহিলা সেনা অফিসারকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা কংগ্রেসের

প্রকাশিত: ১৩:৪৮, ১০ মে ২০২৫

দুই মহিলা সেনা অফিসারকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা কংগ্রেসের

‘অপারেশন সিঁদুর স্ট্রাইকের পর দুই মহিলা সেনা অফিসারকে নিয়ে বিদেশ সচিবের প্রেস কন্ফারেন্স পাকিস্তান-সহ গোটা বিশ্বকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে।' এমনটাই দাবি করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। মধ্যরাতে ৯টি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত।সেনাবাহিনীর অভিযান প্রসঙ্গে বুধবার সকালে দিল্লিতে প্রেস ব্রিফ করে ৩ সদস্যের এক টিম। প্রেস ব্রিফে অংশ নেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি, বিমান বাহিনী উইং কমান্ডার ব্যোমিকা সিং। 

নয়াদিল্লি থেকে এই তিন ব্যক্তিত্বের ‘অপারেশন সিঁদুরের’ প্রেস কন্ফারেন্স বিশেষ ইঙ্গিতবহ বলে মনে করছেন শশী থারুর। এনডিটিভি-কে তিনি বলেন, 'আমি অবশ্যই বলব যে পাকিস্তান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা খুব ভালোভাবে পৌঁছে গিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ফুয়াদ

×