
ছবিঃ সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা শাখাওয়াত হোসেন জানিয়েছেন, শিঘ্রই শ্রম আইন সংশোধন করা হবে, যা শ্রমিক এবং মালিক উভয়পক্ষের স্বার্থ সুরক্ষা করবে। তিনি আজ সকালে সচিবালয়ে মে দিবস উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
শাখাওয়াত হোসেন বলেন, "নতুন সংশোধিত আইনে শ্রম অধিকার এবং শ্রমিকের স্বার্থকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে।" তিনি আরও বলেন, অতীতে মে দিবস পালনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে এক ধরনের দূরত্ব ছিল, সেই ব্যবধান কমাতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এছাড়া, শ্রম উপদেষ্টা উল্লেখ করেন যে, শ্রমিকদের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আগামী মে দিবসে রাজধানীসহ সারা দেশে শোভাযাত্রা ও নানা কর্মসূচি আয়োজন করা হবে।
তিনি বলেন, "আগে মে দিবস পালন হতো, কিন্তু তাতে সরকারের পক্ষ থেকে যথাযথ সম্পৃক্ততা ছিল না, আর এই বিষয়টি আমরা এখন সমাধান করতে যাচ্ছি। আমরা শ্রমিক এবং মালিক উভয়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং দূরত্ব কমাতে কাজ করছি।"
মে দিবসের এই উপলক্ষে শ্রমিকদের জন্য সরকারের সহযোগিতা এবং মালিকদের সঙ্গে সমন্বয়ের বিষয়টি আরও কার্যকর করার প্রতিশ্রুতি দেন শাখাওয়াত হোসেন।
মারিয়া