ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কালিয়াকৈরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি 

 মোঃ ইমারত হোসেন, কালিকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৫:৪৮, ১ মে ২০২৫

কালিয়াকৈরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি 

ছবি: দৈনিক জনকণ্ঠ

আজ বৃহস্পতিবার দুপুর ২ টা বেজে ১৫ মিনিট হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয় গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ও বোয়ালী ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকায়। শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে বোরো পাকা ধান, বেগুন পেঁপে ডাটা বরবটি,আম, কাঠালসহ বিভিন্ন প্রজাতির  ফসলাদি। 

মাত্র ১৫ থেকে ২০ মিনিটের সময় চলমান শিলাবৃষ্টিতে এলাকায় ফসলের অনেক ক্ষতি সাধিত হয়েছে।

এলাকাবাসী জানায় দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়। প্রথম দিকে হালকা বাতাস শুরু হয় কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় ব্যাপক ঝড় এর সাথে শিলাবৃষ্টি এতে কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এই দুর্ভোগ নেমে আসে। এতে আমাদের গাছপালা সহ ফসলাদির ব্যাপক ক্ষতি  হয়েছে।

বাবুল নামের এক কৃষক জানায় অনেকের পাকা ধান কাটা শেষ হয়ে গেছে আবার অনেকের পাকা ধান এখনো কাটা হয়নি। আমারও কিছু ধান কাটা বাকি রয়েছে  আজ হঠাৎ শিলা বৃষ্টির কারণে ধান ঝরে কাদা ও পানিযুক্ত জমিতে পড়ে গেছে এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।

সোহেল হোসেন জানায় আমার দুই বিঘা জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে সবে মাত্র বিক্রি শুরু করেছি। এরই মধ্যে আজকে প্রচুর শিলাবৃষ্টি হলো এতে আমার সকল ফসলি নষ্ট হয়ে গেছে। নষ্ট সবজি চারা আর ভালো হওয়ার কোন সম্ভাবনা নেই। আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আবারো জমিতে নতুন করে ফসল লাগাতে হবে । 

এছাড়া বোয়ালি ইউনিয়নের মাজহারুল ইসলাম জানায় আমার বাগানের  শতাধিক কাঠ গাছ ঝড়ে ভেঙে গেছে এছাড়া বৃষ্টির কারণে আমার সবজি বাগানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তার মোবাইলে রিং হলেও তিনি ফোন রিসিভ না করায়  তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফারুক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার