
বর্জ্য অপসারণে কাজ করছেন কর্মীরা।
রাজধানীর মোট ২১টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে দুই সিটির নিয়ন্ত্রণকক্ষ। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে দুই সিটির নিয়ন্ত্রণকক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ সিটির আটটি এবং উত্তর সিটির ১৩টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে পাওয়া তথ্য মতে ১০, ৫৩, ৩৮, ৪১, ৩৭, ৪৩, ২৬ এবং ১৬ নম্বর ওয়ার্ডের শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। আর উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৬, ৭, ১০, ১১, ১৭, ১৯, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৬, ৫২ ও ৫৪ নম্বর ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
দ্রুত বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসি ও ডিএনসিসির প্রায় ২০ হাজার কর্মী কাজ করছে।
এমএম