ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

পায়রা বন্দরে এলো কয়লাবাহী জাহাজ, ফের চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১১:৪৮, ২৩ জুন ২০২৩; আপডেট: ১১:৫৬, ২৩ জুন ২০২৩

পায়রা বন্দরে এলো কয়লাবাহী জাহাজ, ফের চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র

জাহাজ

অবশেষে পায়রায় ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে আসল ‘এমভি এ্যাথেনা’ নামের একটি জাহাজ। বৃহস্পতিবার (২২ জুন) রাতে জাহাজটি পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করেছে। ২০০ মিটার দীর্ঘ এবং ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ জাহাজটির ড্রাফ্ট ১০মিটার। 

আজ কিংবা কালকের মধ্যে এ কয়লা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে খালাস হওয়ার কথা রয়েছে। পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান শহর থেকে কয়লা নিয়ে এসেছে। এটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী। কয়লা আসার কারণে ফের দুই তিন দিনের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালুর সম্ভাবনা রয়েছে। 

৫ জুন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর কিছু দিন আগে প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়।

এসআর

×