ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্তর ইন্তেকাল

প্রকাশিত: ২৩:৫৫, ৩১ মে ২০২০

বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্তর ইন্তেকাল

জনকণ্ঠ ডেস্ক ॥ চলে গেলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত। শনিবার সকাল ৭টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুতে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশনসহ শান্ত-মারিয়াম ফাউন্ডেশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে। শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রথমে হলিফ্যামিলি হাসপাতাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন ছিলেন। শনিবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর বনানী কবরস্থানে জানাজা শেষে মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। যুদ্ধ শেষে ১৭ ডিসেম্বর দেশে ফেরার পথে নৌকাডুবিতে তার ১১ জন সহমুক্তিযোদ্ধা মর্মান্তিকভাবে শহীদ হলে তাদের স্মৃতিকে ধরে রাখতে এবং শহীদ পরিবারবর্গের স্বার্থরক্ষাসহ দেশের সকল শহীদের স্মৃতিকে ধারণ করার লক্ষে তিনি ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন’ প্রতিষ্ঠাসহ প্রত্যেক বছর ১৭ ডিসেম্বরকে ‘শহীদ মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে পালন করেন এবং শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণসহ তাদের পরিবারবর্গকে বিভিন্ন সহযোগিতা ও বর্ণাঢ্য সম্মাননা প্রদান করে এসেছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন উদার সমাজসেবক। -বিজ্ঞপ্তি
×