ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

তাপদাহে স্বস্তি দিতে তেজগাঁও থানা পুলিশের পানি ও স্যালাইন বুথ 

প্রকাশিত: ২০:২২, ৩০ এপ্রিল ২০২৪

তাপদাহে স্বস্তি দিতে তেজগাঁও থানা পুলিশের পানি ও স্যালাইন বুথ 

বুথগুলো স্থাপনের পর নিয়মিত মনিটরিং করছেন ওসি

তীব্র তাপদাহে পথচারীদের দুর্ভোগ লাঘব এবং কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বুথ বসিয়েছে তেজগাঁও থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় গত ২১ এপ্রিল থানাধীন চারটি স্পটে এই বুথ বসানো হয়েছে। স্পটগুলো হল- সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট, বিজয় স্বরণী এবং থানা কম্পাউন্ডের সামনে। স্থাপনের পর থেকে প্রতিটি বুথে প্রতিদিন ১০০ লিটার বিশুদ্ধ পানি এবং ১০০ প্যাকেট খাবার স্যালাইন সরবরাহ করা হয়। চাহিদানুযায়ী পর্যায়ক্রমে পানি ও স্যালাইনের পরিমাণ আরও বাড়ানো হয়। মঙ্গলবার সরজমিনে দেখা যায়, চারটি স্থানে বসানো বুথে ওয়াসার বিশুদ্ধ পানি কিনে রাখা হয়। সঙ্গে একটি গ্লাস বা মগও রাখা হয়েছে। পথচারীরা ওই পথে হেঁটে যাওয়ার সময় বুথ থেকে পানি খাচ্ছেন। আবার রিকশা চালক ও পরিবহন চালক-হেলপারদের বোতল ভরে পানি নিতেও দেখা গেছে। ফার্মগেট থেকে শাহবাগীগামী গাড়ি কারওয়ান বাজার সিগন্যালে পড়লেই চালক-হেলপার সোনারগাঁও ক্রসিংয়ে থাকা বুথ থেকে বোতল ভরে পানি নিচ্ছেন। থানা কম্পাউন্ডের সামনে দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা পানির ট্যাংক থেকে পানি খাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে ঘুরতে আসা পর্যটন, পথচারীরা সেখানে বসানো ট্যাংক থেকে পানি খাচ্ছেন। পানি শেষ হয়ে গেলে আবার এসব ট্যাংকে পানি ভরে রাখা হয়। ওসিসহ অন্য পুলিশ সদস্যরা পানির বুথগুলো নিয়মিত মনিটরিং করেন। চারটি বুথে পানি রয়েছে কিনা, তা মনিটরিং করতে দেখা গেছে ওসিকে। 

জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জনকণ্ঠকে বলেন, আমরা যেই পানি খাই, এসব বুথে সেরকম বিশুদ্ধ পানি রাখা হয়। পানি শেষ হয়ে গেলে আবার ট্যাংকে পানি ভরে রাখা হয়। থানার টহল টিমের গাড়িতে খাবার স্যালাইন দেয়া থাকে। পথচারী, শ্রমজীবী মানুষদের মাঝে সেসব বিতরণ করেন পুলিশ সদস্যরা। বিশুদ্ধ পানি ও স্যালাইনের এই বুথ পুরো গ্রীষ্মজুড়ে থাকবে বলে জানিয়েছেন ওসি। 
 

ফজলু

×