ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাসিরউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের

প্রকাশিত: ০৯:২২, ১৪ নভেম্বর ২০১৯

 নাসিরউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের

স্টাফ রিপোর্টার ॥ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক পরিচালক শেখ মোঃ ফানাফিল্যাহকে এ অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সংস্থাটি। দুদকের পরিচালক জনসংযোগ জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে পাবনার রূপপুর পরমাণু বিদ্যুত প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা, বালিশ ও আসবাব কেনাকাটায় দুর্নীতির ঘটনায় গণপূর্ত অধিদফতরের আরও দুই প্রকৌশলী ও দুই ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। গত ১১ সেপ্টেম্বর ফেসবুকে একটি পোস্ট দেয়ার কারণে একটি দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও আইন বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হলে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাসিরউদ্দিনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
×