ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তিন দিনের মধ্যে বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ১০:২৩, ২৩ মে ২০১৯

 তিন দিনের মধ্যে  বৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ তাপপ্রবাহ অব্যাহত থাকায় বুধবারও অসহনীয় দুর্ভোগ থেকে রেহাই পায়নি দেশবাসী। এদিন দেশের সর্বত্র অনুভূত হয় তীব্র গরম। বৃষ্টির দেখা নেই দেশের কোথাও। বাসার ছাদের ওপর থাকা ট্যাঙ্কির পানি যেন সিদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসেই প্রশান্তি পাওয়ার চেষ্টা করছে মানুষ। রাজধানী ও সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সাঁইত্রিশে পৌঁছে গেছে রাজধানীর তাপমাত্রা। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী হওয়া মানেই ৪০ ডিগ্রী সেলসিয়াসের দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। কাঠফাটা রোদ ও তীব্র গরমে নাজেহাল দেশবাসী এখন বৃষ্টির অপেক্ষায়। তাপপ্রবাহ, আর্দ্রতার দাপট ও বৃষ্টিশূন্যতাই গরমের তীব্রতা বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী তিন দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
×