ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৫:০৯, ১১ আগস্ট ২০১৮

  মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে   মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার পূর্বকুমারভোগে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শুক্রবার ভোরে ১২ মামলার আসামি মাদক বিক্রেতা মকবুল হোসেন (৩৬) নিহত হয়েছে। সে লৌহজংয়ের উত্তর মেদিনীম-ল গ্রামের আব্দুল হাকিম মুন্সীর পুত্র। ঘটনাস্থল থেকে র‌্যাব-১১-এর একটি দল একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৫শ’ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির ৪ হাজার ৬৭৫ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করে। এই ঘটনায় র‌্যাবের সিপাহী আমিরুল ও নায়েক তাকিউদ্দিন আহত হয়েছেন। তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর লাশটি লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। র‌্যাবের এএসপি মোঃ মহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মাদক উদ্ধারে অভিযান চালানো হয়। এই সময় ৫/৬ জন র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টাগুলি চালায়। প্রায় ১০ মিনিট বন্ধুকযুদ্ধের পর ঘটনাস্থলে মকবুলকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পাশে অস্ত্রশস্ত্র ও মাদক পাওয়া যায়। কয়েক জোড়া স্যান্ডেলও পাওয়া যায়। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মকবুলকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
×