ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নানিয়ারচরে ৬ খুনের ঘটনায় দুই মামলায় আসামি ১১৮

প্রকাশিত: ০৬:১৮, ১০ মে ২০১৮

নানিয়ারচরে ৬ খুনের ঘটনায় দুই মামলায় আসামি ১১৮

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ গত ৩ ও ৪ মে পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচরে গুলি ও ব্রাশফায়ারে ৬ হত্যাকা-ের ঘটনা নিয়ে বুধবার থানায় দুটি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ১১৮ জনকে। পৃথক এই দুই মামলায় আসামিদের সকলেই ইউপিডিএফ ও জেএসএসের কর্মী ও সমর্থক বলে জানা গেছে। এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকা-ের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে যৌথ অভিযানে সাজেক থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। গত ৩ মে নানিয়ারচরে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এর পরদিন তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের পথে বেতছড়িতে পাহাড়ী দুর্বৃত্তরা ব্রাশফায়ারে হত্যা করে তপন জ্যোতি চাকমাসহ ৫ জনকে। এ ঘটনায় পাহাড়ের দুই সংগঠন জেএসএস ও ইউপিডিএফ একে অপরকে অভিযুক্ত করলেও এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জেএসএস ও ইউপিডিএফ থেকে বেরিয়ে গিয়ে নতুন সংগঠন সৃষ্টি করে নেতৃত্বদানকারীরাই হত্যার টার্গেটে রয়েছে। এদিকে যৌথ অভিযান শুরু হলেও নানিয়ারচরে স্বাভাবিক অবস্থা এখনও ফিরে আসেনি। পরিস্থিতি সম্পূর্ণ থমথমে রয়েছে। পাহাড়ী দুর্বৃত্তদের রোষানল থেকে নিজেদের রক্ষায় এলাকার অধিকাংশ মানুষ অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে। উল্লেখ্য, নিহত শক্তিমান চাকমা জেএসএস এমএন লারমা গ্রুপের শীর্ষ নেতা ছিলেন। অপরদিকে নিহত তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের আহ্বায়ক। শক্তিমান চাকমা হত্যাকা-ের ঘটনায় মামলা করেছেন তারই বডিগার্ড হিসেবে চিহ্নিত ও ঐদিনের ঘটনায় গুলিবিদ্ধ রূপম চাকমা। আর তপন জ্যোতি চাকমা হত্যাকা-ের ঘটনায় পৃথক মামলাটি করেছেন তারই স্ত্রী অপরাজিতা চাকমা।
×