ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

পুঁচকে পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ০৫:৩০, ২৬ মার্চ ২০১৮

পুঁচকে পুলিশ কর্মকর্তা

পরনে খাকি পোশাক। মুখে চাপা হাসি নিয়ে স্যালুট জানাল পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের। এরপর টেবিলে বসে নিজের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ল মুম্বাইয়ের মুলুন্দ পুলিশ স্টেশনে নিযুক্ত নতুন পরিদর্শক অর্পিত মণ্ডল। বয়স তার মাত্র সাত! গত বৃহস্পতিবার একদিনের জন্য পুলিশ পরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয় অর্পিতকে। সাত বছরের ছোট শিশু অর্পিতের স্বপ্ন ছিল, বড় হয়ে পুলিশ কর্মকর্তা হওয়ার। কিন্তু এই বড় হওয়ার আগেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়। আর তাই অর্পিতের স্বপ্নপূরণে তার পাশে এসে দাঁড়িয়েছে মুম্বাই পুলিশ ও একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অর্পিতের ইচ্ছা পূরণ করতে মাত্র একদিনের জন্য তাকে পুলিশের ইন্সপেক্টর পদে নিযুক্ত করা হয়। মুম্বাইয়ের মুলুন্দ পুলিশ স্টেশনে একদিন কাজও করে সে। খাকি পোশাক পরা অর্পিতের বেশ কিছু ছবি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। মুম্বাই পুলিশের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, ‘যে ক্যান্সারের মতো মরণব্যাধি রোগকেও ভয় পায় না, সে অবশ্যই পুলিশের পরিদর্শক হওয়ার যোগ্য। অনেকে মুম্বাই পুলিশের এমন উদ্যোগের প্রশংসাও করেছে।-টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
×