ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী দেশ সেরা হাসপাতাল ॥ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

সোহরাওয়ার্দী দেশ সেরা হাসপাতাল ॥ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ টারশিয়ারি হাসপাতালগুলোর মধ্যে দেশের শীর্ষে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থান তৃতীয় এবং দ্বিতীয় দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল। আর বিশেষায়িত হাসপাতালগুলোর মধ্যে শীর্ষ তালিকায় স্থান পেয়েছে নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতাল। বিভাগীয় পর্যায়ে দেশের আটটি বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে খুলনা ও রাজশাহী। জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে শীর্ষে রয়েছে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, দ্বিতীয় নরসিংদী জেলা হাসপাতাল, তৃতীয় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও কুড়িগ্রাম জেলা হাসপাতাল। সিভিল সার্জন পর্যায়ে শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে যশোর, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, ঝিনাইদহ ও নরসিংদী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত দেশের সরকারী হাসপাতালগুলোার মধ্যে এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ ঘোষণা দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডাঃ বারডন জং রানা ও স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে শীর্ষ পাঁচ হাসপাতালের মধ্যে প্রথম যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনার ইশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কমিউনিটি হেলথ সার্ভিসের মধ্যে প্রথম বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দ্বিতীয় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তৃতীয় ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চতুর্থ বরিশালের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পঞ্চম খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিভাগীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে ২৪ প্রতিষ্ঠানের মধ্যে উপজেলা পর্যায়ে ১০টি, জেলা পর্যায়ে ছয়টি ও কমিউনিটি পর্যায়ে আটটি রয়েছে। উপজেলা পর্যায়ে শীর্ষে রয়েছে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশালের বানারিপাড়া হেলথ কমপ্লেক্স, চাঁদপুরের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহের নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জের কাজীপুর হেলথ কমপ্লেক্স। বিভাগীয় পর্যায়ে কমিউনিটি হাসপাতালের আটটি হচ্ছে- কিশোরগঞ্জের তাড়াউল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স, নেত্রকোনার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স, পঞ্চগড়ের দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, বরগুনার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জের বিশম্বরপুর স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজগঞ্জের কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুরের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স। বিভাগীয় পর্যায়ে ছয় জেলার মধ্যে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা হাসপাতাল, মৌলভীবাজার জেলা হাসপাতাল, লক্ষ্মীপুর জেলা হাসপাতাল, ঝিনাইদহ জেলা হাসপাতাল, পঞ্চগড় জেলা হাসপাতাল ও টাঙ্গাইল জেলা হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রধানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
×