ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘ট্রিপল’ ক্যামেরার স্মার্টফোন

প্রকাশিত: ০৫:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮

‘ট্রিপল’ ক্যামেরার স্মার্টফোন

চলতি বছর ২৭ মার্চ প্যারিসে ফ্ল্যাগশিপ ডিভাইস পি২০ উন্মোচন করবে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে । ডিভাইসটিতে পেছনে ‘ট্রিপল’ ক্যামেরা ব্যবহার করা হবে। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হুয়াওয়ের পি২০ হবে প্রথম ট্রিপল লেন্স ক্যামেরা ফোন। ডিভাইসগুলো হবে পি২০, পি২০ লাইট এবং পি২০ প্লাস। তিনটি ডিভাইসেই ট্রিপল ক্যামেরা রাখা হবে কিনা তা স্পষ্ট করে জানানো হয়নি। -দ্য ভার্জ মজার খেলা বো তাওশি সূর্যোদয়ের দেশ জাপানে এমন কিছু অদ্ভুত এবং ঐতিহ্যবাহী খেলা রয়েছে যা অন্যান্য দেশে খুব একটা দেখা যায় না। বো তাওশি তেমনই একটি মজার খেলা। এই খেলায় মোট খেলোয়াড় ১৫০ জন। দুই দলে ভাগ হয়ে খেলায় অংশগ্রহণ করে তারা। প্রতি দলে ৭৫ জন করে খেলোয়াড় থাকে। একপক্ষে থাকে আক্রমণকারী খেলোয়াড় এবং অন্যপক্ষে থাকে প্রতিরোধকারী খেলোয়াড়। -ওয়েবসাইট
×