ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

মহিউদ্দিনের কুলখানি

নিহত ২ পরিবারের সদস্যকে চাকরি দিল চবি

প্রকাশিত: ০৪:২৪, ২৯ ডিসেম্বর ২০১৭

নিহত ২ পরিবারের সদস্যকে চাকরি দিল চবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে নিহত ২ জনের পরিবারের সদস্যকে চাকরি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রয়াত নেতার চশমাহিলের বাস ভবনে গিয়ে সংশ্লিষ্টদের হাতে নিয়োগপত্র তুলে দেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার চবি জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এ দু’জনকে চাকরি প্রদান করা হয়েছে। এর মধ্যে চবি ইতিহাস বিভাগের ছাত্র প্রয়াত দীপংকর দাশ রাহুলের ভাই শুভংকর দাশকে কলা ও মানবিদ্যা অনুষদের অফিস পিয়ন হিসেবে এবং প্রয়াত রিটন দেবের সহধর্মীনি রিমি দেবকে চাকসু কেন্দ্রের অফিস এটেনডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার রাতে মহিউদ্দিন চৌধুরীর চশমাহিলের বাস ভবনে নিয়োগপত্রগুলো তুলে দেয়া হয়। চবি উপাচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে দৃঢ় অবস্থানে থেকে আন্দোলন সংগ্রাম এবং চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রেখে গেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গী এবং প্রয়াত নেতার স্মৃতিকে অম্লান করে রাখার প্রয়াসে শোকাহত পরিবারের সদস্যদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, মরহুমের সহধর্মীর্নী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

শীর্ষ সংবাদ:

দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
বাসন্তীর ঘটনার পুনরাবৃত্তির ষড়যন্ত্র হয়েছে: তথ্যমন্ত্রী
জামিন নাকোচ, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ধামরাইয়ে অফিসে আটকে রেখে এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য কারাগারে
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক নিহত
স্কটল্যান্ড পেল প্রথম মুসলিম প্রধানমন্ত্রী
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে নিহত ১০