ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার ১২ দিন অনশন

প্রকাশিত: ০৪:৪৮, ৮ আগস্ট ২০১৭

বিয়ের দাবিতে প্রেমিকের  বাড়িতে প্রেমিকার ১২  দিন অনশন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১২ দিন যাবত অবস্থান করছে এক প্রেমিকা। তিন বছরের প্রেমকে পরিণয় করতে ১২ দিন যাবত অনশন করছে প্রেমিকা। এতে সে অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনা ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামে। হিরা মণি জানায়, ওই ইউনিয়নের নলেয়া গ্রামের আবুল কালাম মিস্ত্রির ছেলে জাহাঙ্গীর আলমের (২০) সঙ্গে পশ্চিম পাথরডুবি গ্রামের দিনমজুর আব্দুল মান্নানের ডিগ্রী পড়ুয়া মেয়ে হিরা মণির (১৮) মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল তিন বছর ধরে। এতদিন বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে এবং আত্মীয়ের বাড়িতে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত্রী যাপন করত। সে সময় তাদের শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এর মধ্যে হিরা মণি জানতে পারে জাহাঙ্গীর অন্য মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করেছে। খবর পেয়ে গত ২৭ জুলাই জাহাঙ্গীরের বাড়িতে বিয়ের দাবিতে আসে হিরা মণি। তাকে দেখে বাড়ি থেকে পালিয়ে যায় জাহাঙ্গীর। তার বাড়ির লোকজন মেয়েটিকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। পরে তাকে অসুস্থ অস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হয়ে আবারও বিয়ের দাবিতে জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে অনশন করে মেয়েটি। সোমবার ১২ দিন অতিবাহিত হলেও দফায় দফায় বৈঠক করে বিষয়টি সমাধান হয়নি। মেয়েটা আবারও অসুস্থ হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য দেলদার হোসেন বলেন, ছেলে প্রেমের বিষয়টি স্বীকার করেছে। ছেলেটি বিয়েতে রাজিও হয়েছে। কিন্তু দেনমোহর নিয়ে দুই পক্ষের দরকষাকষির কারণে বিয়েটা হচ্ছে না। ছেলে পক্ষ এক লাখ টাকা দেনমোহর দাবি করছে। কিন্তু মেয়ে পক্ষ কাবিননামায় দশ লাখ টাকা দেনমোহর উঠানোর দাবি করছে। এতে বিয়ের বদলে উত্তেজনা সৃষ্টি হয়।
×