ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ছয় হাজার জেলে পরিবার খাদ্য সঙ্কটে

প্রকাশিত: ০৪:০৭, ১১ মে ২০১৭

কলাপাড়ায় ছয় হাজার জেলে পরিবার  খাদ্য সঙ্কটে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ মে ॥ পাওয়ার কথা মার্চ মাসে। কিন্তু এখনও জেলেদের ভাগ্যে জোটেনি। জেলেদের বিশেষ ভিজিএফের চাল বিতরণে এমন দুরবস্থা। সরকারের বিশেষ খাদ্য সহায়তার এমন হালে জেলেদের বেহাল দশা। ইউপি চেয়ারম্যানদের দুষছেন স্থানীয় প্রশাসন। তারা এখন পর্যন্ত গুদাম থেকে চাল উত্তোলন করেনি। কিন্তু ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে সরকারের। অপরদিকে ছয় সহ¯্রাধিক জেলে পরিবারে খাদ্যসঙ্কট কাটছে না। ইলিশের প্রজনন মৌসুম ফেব্রুয়ারি ও মার্চ মাস। তাই ওই মাস থেকে মা ইলিশ রক্ষায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞায় জেলেরা বেকার থাকায় এ বিশেষ খাদ্য সহায়তা দেয় সরকার। মার্চ থেকে জুন পর্যন্ত চার মাস প্রত্যেক তালিকাভুক্ত জেলে পরিবার ৪০ কেজি করে চাল পাওয়ার কথা রয়েছে। কিন্তু তিন মাস অতিবাহিত হলেও এসব জেলের ভাগ্যে জোটেনি বিশেষ খাদ্য সহায়তার চাল। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে এসব জেলে। কয়েকজন চেয়ারম্যান বলেন, খাদ্য গুদাম থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত চালের পরিবহন ও লেবারে খরচ দেয়া হচ্ছে না। ফলে খরচ সাশ্রয়ের জন্য একবারে চাল উত্তোলন করে বিতরণ করতে বাধ্য হচ্ছেন। এছাড়া কেউ কেউ দাবি করেছেন ফেয়ার প্রাইসসহ ভিজিডির চাল বিতরণ কাজ চলায় খাদ্য গুদাম থেকেও সরবরাহে একটু সময় লাগছে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, কলাপাড়ায় ৬ হাজার ৯৫ জেলে ভিজিএফ সুবিধা পাচ্ছেন। খাদ্য অধিদফতর থেকে চাল উত্তোলন করে বিতরণের জন্য বারবার তাগিদ দেয়া হলেও চাল উত্তোলন করছেন না সংশ্লিষ্টরা।
×