ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় চক্ষু শিবির

প্রকাশিত: ০৬:২০, ১৯ জানুয়ারি ২০১৭

সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় চক্ষু শিবির

সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন ৯ পদাতিক ডিভিশনের অধীন ১১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় স্থানীয় গরিব ও দুস্থ জনগণের বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চক্ষু শিবির গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালিত হচ্ছে। ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবির উদ্বোধন করেন। এখন পর্যন্ত ২৮০ রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৫৬ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। এ ছাড়াও অত্র ফরমেশনের অধীনস্থ ১১ ফিল্ড এ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে ২৩৮৬ রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করা হয় এবং স্থানীয় ৪টি স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা হতে উদ্বুদ্ধ করা হয় ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। -আইএসপিআর। ইস্টার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তিমেলা শুরু ইস্টার্ন ইউনিভার্সিটিতে বুধবার শুরু হয়েছে ৩ দিনব্যাপী স্প্রিং সেমিস্টার ২০১৭ এ্যাডমিশন ওপেন হাউজ (ভর্তি মেলা)। ধানম-ির বিশ্ববিদ্যালয় প্লাজায় সকাল ৯ টায় শুরু হয়ে মেলা চলছে প্রতিদিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও এ্যাডমিশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড.আবদুল হান্নান চৌধুরী, ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, এ্যাডভাইজার, চেয়ারপার্সন, ভর্তি শাখার পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির ওপর ৩০%, মেধাভিত্তিক টিউশন ফির ওপর ১০%-১০০% এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার। -বিজ্ঞপ্তি
×