ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে নিউরোস্পাইন বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

প্রকাশিত: ০৬:২৭, ১০ জানুয়ারি ২০১৭

বিএসএমএমইউতে নিউরোস্পাইন বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি ব্লকের আইএনএম অডিটরিয়ামে সোমবার সকাল ১০টায় নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে সোসাইটির প্রথম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। দু’ দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপন, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়–য়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ, ভারতের স্পাইনাল সার্জন্স এ্যাসোশিয়েশনের সভাপতি অধ্যাপক পিএস রামানী). সভাপতিত্ব করেন নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাঃ আবুল খায়ের। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির জেনারেল সেক্রেটারি ও বিএসএমএমইউ’র সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এহসান মাহমুদ। সঞ্চালনা করেন বিএসএমএমইউ’র সহকারী অধ্যাপক ডাঃ কেএম তারিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল্লাহ আলমগীর। -বিজ্ঞপ্তি
×