ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

উখিয়ায় দুই দখলবাজের বন্দুকযুদ্ধে আহত ২০

প্রকাশিত: ০৮:২৬, ১৩ ডিসেম্বর ২০১৬

উখিয়ায় দুই দখলবাজের বন্দুকযুদ্ধে আহত ২০

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার পালংখালীতে ওয়াকফ এস্টেটের প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দখলবাজ গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ ও ব্যাপক দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটেছে। পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্প থেকে মাত্র কয়েকশ গজ দূরে গুলিবিনিময়ের ঘটনায় জওয়ানরা অভিযানে গেলে কাচারি পাহাড়ের ওপর থেকে বিজিবিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এতে তিনজন বিজিবি সদস্য কমবেশি আহত হয়েছে। পরে বিজিবির লাঠি চার্জে অন্তত ২০ গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী আহত হয় বলে দাবি স্থানীয়দের। সোমবার সন্ধ্যায় জেলার পালংখালী আঞ্জুমানপাড়া জমিদারি কাচারিতে এ ঘটনা ঘটে। জানা যায়, উখিয়ার পালংখালী ওয়াকফ এস্টেট নিয়ে দুই গ্রুপের মধ্যে গরমিল দীর্ঘদিন ধরে। এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করতে অপতৎপরতা চালিয়ে থাকে প্রতিনিয়ত। লতিফ আনোয়ার গ্রুপ এবং সোহেল গ্রুপের মধ্যে ইতোপূর্বেও একাধিকবার গুলিবিনিময় ও আহত হওয়ার নজির আছে। সোমবার বিকেলে সোহেল গ্রুপের লোকজন কাচারি (নিজস্ব কার্যালয়) দখলে নিতে হামলে পড়ে। এ সময় দুই গ্রুপের মধ্যে অন্তত অর্ধ শতাধিক গুলিবিনিময় হয়েছে বলে জানা গেছে। ও সময় দখলে থাকা লতিফ আনোয়ার গ্রুপ পালিয়ে যায়। গুলির শব্দ শুনে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার, উখিয়া থানার ওসি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছেন। বিজিবি অভিযান চালিয়ে ২টি বন্দুক ও ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
×