ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০২, ১৬ নভেম্বর ২০১৬

টুকরো খবর

রাস্তা বন্ধের প্রতিবাদে অবরোধ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ে জেলেপল্লীর রাস্তা বন্ধ ও অবৈধভাবে খাস জায়গা দখলের প্রতিবাদে রাস্তা অবরোধ করে অন্দোলন করেছে কনকসার জেলে পল্লীর জেলেরা। মঙ্গলবার সকালে মাওয়া-লৌহজং রাস্তার কনকসার জেলে পল্লীর কাছে দেড় ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচী পালন করা হয়। এতে ছয় শতাধিক নারী-পুরুষ-শিশু অংশ গ্রহণ করে। জানা যায়, কনকসার জেলেপল্লীর সহস্রাধিক নারী পুরুষ ও শিশু পার্শ্ববর্তী পদ্মার শাখা নদীতে গোসল করতে যায় ভরাট হওয়া লৌহজং-শ্রীনগর খালের ওপর দিয়ে। দীর্ঘ দিন ধরে এ পথে শত শত লোক যাতায়াত করায় ভরাট হওয়া এ খালের উপর দিয়ে একটি রাস্তা তৈরি হয়ে গেছে। কিন্তু কিছুদিন পূর্বে স্থানীয় প্রভাবশালী এ্যাডভোকেট শহিদুল ইসলাম ওরফে শহিদুল মাস্টার নামে এক ব্যক্তি ওই স্থান দখল করে ঘর তোলে। গতকাল একই এলাকায় পাশাপাশি স্থানে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন ওইখানে জায়গা দখল করতে ঘর তুলতে শুরু করে। এতে জেলে পল্লীর লোকজনের চলাচলের এ রাস্তাটি প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এতে বিক্ষুব্ধ জেলে পল্লীর ছয় শতাধিক নারী-পুরুষ-শিশু এর প্রতিবাদে মাওয়া-লৌহজং সড়কের কনকসার জেলে পল্লীর নিকট রাস্তা অবরোধ করে। তারা সেখানে সকাল আটটা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টা সময় রাস্তা অবরোধ করে রাখে। পরে লৌহজং থানার ওসি মোঃ আনিচুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ এসে জেলের রাস্তা দেবার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জেলে পল্লীর লোকজন রাস্তা হতে অবরোধ তুলে নেয়। সিকৃবির ছাত্রী ঐশী হামোম নিখোঁজ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্রী ঐশী হামোম সাতদিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৭ নবেম্বর ক্যাম্পাস থেকে সুবিদবাজারে টিউশনি করতে গিয়ে সে আর ফিরেনি। ঐশী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে থাকে। জানা গেছে, সাংস্কৃতিক কর্মকা-ের জন্য ঐশী ক্যাম্পাসের প্রিয় মুখ। সাতদিন ধরে তার খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে শাহপরান থানা পুলিশকে অভিযোগ করা হয়েছে। মণিপুরী সম্প্রদায়ের বাসিন্দা ঐশী মৌলভীবাজারের কমলগঞ্জের সনাতন হামোমের মেয়ে। ঐশীকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিজিবি-চোরাচালানি সংঘর্ষ ॥ আহত তিন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হাকিমপুর উপজেলার (হিলি) সীমান্তবর্তী বোয়ালদাড় এলাকায় ফেনসিডিল আটক করা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং চোরাচালানিদের মধ্যে সোমবার রাতে সংঘর্ষ হয়েছে। এতে শাওন হোসেন (৩২) নামে এক চোরাচালানি দুই পায়ে গুলিবিদ্ধসহ বিজিবিরও দুই সদস্য আহত হয়েছেন। আহত শাওন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘুটু মিয়ার পুত্র। ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে ভারত থেকে ফেনসিডিল পাচারের খবর পেয়ে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা বোয়ালদাড় পোল্ট্রি খামারের কাছে অবস্থান নেয়। এ সময় ৩০-৩৫ জনের একটি চোরাচালানি দল ফেনসিডিল বহন করে যাওয়ার পথে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এতে চোরাচালানিরা ক্ষিপ্ত হয়ে বিজিবি সদস্যদের ওপর চাইনিজ কুড়াল, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে বিজিবির সদস্য মোস্তাক আহমেদ ও ইউসুফ আলী আহত হন। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ৫ রাউন্ড গুলি ছুড়লে শাওন হোসেন নামে এক চোরাচালানি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে সেখান থেকে ৬টি পোটলায় ২১৩ বোতল ফেনসিডিল, ১টি রামদা ও ২টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। আহত শাওনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবির দুই সদস্যকে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভারে পাঁচ লাখ টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ নবেম্বর ॥ সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাসায় ফেরার পথে অস্ত্রের মুখে এক দম্পতিকে জিম্মি করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।মঙ্গলবার দুপুরে পৌর এলাকার মজিদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। দিনদুপুরে টাকা ছিনতাইয়ের এ ঘটনায় এলাকায় সকলের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এদিন দুপুরে সাভার থানা বাসস্ট্যান্ডে অদূরে অবস্থিত ইস্টার্ন ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তোলন করেন পৌর এলাকার শাহীবাগ মহল্লার বীথি আক্তার (২১) ও তার স্বামী শামীম মিয়া (৩০)। এরপর তারা থানা বাসস্ট্যান্ড থেকে রিক্সাযোগে বাসায় ফেরার পথে মজিদপুর তিন রাস্তার মোড়ে পৌঁছলে পেছন থেকে দুটি মোটরসাইকেলযোগে আসা ৬ সন্ত্রাসী তাদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে রিক্সা থেকে নামায়। মুহূত্বের মধ্যে সন্ত্রাসীরা ওই দম্পতির কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ডের দিকে চম্পট দেয়। অপরদিকে সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানাধীন ‘বিশমাইল’ এলাকার পাশে সন্ত্রাসীরা দু’জনকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। প্রেসক্লাব ভবনের ভিত্তি স্থাপন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৫ নবেম্বর ॥ মঙ্গলবার জেলা প্রেসক্লাবের নবনির্মিতব্য তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান। বেলা ১২টায় প্রেসক্লাব সংলগ্ন পাবলিক হলে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোনা ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ এম এ হামিদ খান, প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান। জানা গেছে, ১ কোটি ১১ লাখ টাকার সরকারী অনুদানে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের এই তিন তলা ভবনটি নির্মাণ করা হচ্ছে। চিকিৎসাসেবা উন্নয়নে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর হাসপাতালের চিকিৎসা সেবার উন্নয়ন ও শয্যা সংখ্যা হাজারে উন্নীত করার দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতাল সংরক্ষণ ও চিকিৎসা সেবা উন্নয়ন কমিটির উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সকাল ১০টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির সদস্য সচিব কাজল ঘোষ। তিনি তার বক্তব্যে বলেন, এ হাসপতালটি বরিশালের উত্তর জনপদের রোগীদের জন্য প্রথম ভরসাস্থল। কিন্তু শুরুতে এটি শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অধীনে থাকলেও এখন সিভিল সার্জনের অধীনে চলে যাওয়াতে বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা মিলছে না। যার কারণে রোগীরা কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না। এজন্য হাসপাতালটি ফের মেডিক্যাল কলেজের অধীনে নিয়ে আড়াই শ’ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীত করার দাবি করেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা সৈয়দ আনিচুর রহমান, ডাঃ মিজানুর রহমান, একে আজাদ, এমজি কবির ভুলু, প্রমুখ। শেষে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। অগ্নিকা-ে তুলার গুদাম ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৫ নবেম্বর ॥ কুষ্টিয়ার দৌলতপুর থানা বাজার এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে থানা বাজারের তুলা ব্যবসায়ী সাহারুল ইসলামের তুলার গুদামে কয়েকজন শ্রমিক তুলা ছড়ানোর কাজ করছিল। এ কাজে রজন পোড়ানোর সময় হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন দ্রুত সমস্ত গুদাম ঘরে ছড়িয়ে পড়ে। হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ নবেম্বর ॥ লক্ষ্মীপুরে কৃষক শামছুল ইসলাম (৩০) হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ সাইদুর রহমান গাজী এ রায় দেন। দ-াপ্রাপ্তরা হচ্ছেন, সদর উপজেলার লাহারকান্দির তালহাটি গ্রামের মৃত নবী উল্যার ছেলে জয়নাল আবেদীন (৬৫) ও আবদুর ছবুরের ছেলে আবুল বাশার (৫০)। যাবজ্জীবন দ-প্রাপ্ত দুইজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়। উক্ত মামলার অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। তারা হচ্ছেন, আবু সিদ্দিক ও পারুল বেগম। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশপ্রাপ্ত দু’জনসহ ৪ আসামিই উপস্থিত ছিলেন। মাদক মামলায় একজন নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী থেকে জানান, পটুয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তফা পাভেল রায়হান মঙ্গলবার এক রায়ে আলতাফ হোসেন ওরফে হাতকাটা আলতাফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেন। জানা গেছে, পটুয়াখালী জৈনকাঠী এলাকার ঠ্যাংগাই গ্রামের মুনসুর আলীর পুত্র আলতাফ হোসেন ওরফে হাতকাটা আলতাফ নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করছে। বিদ্যুতস্পষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিদ্যুতস্পষ্টে রেজাউল ইসলাম (১৯) নামে একজন নির্মাণ শ্রমিক মারা গেছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জগমানপুর গ্রামে। নিহত রেজাউল ইসলাম জগমানপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। নিহতের মামাত ভাই হারুন জানান, রেজাউল ইসলাম একজন নির্মাণ শ্রমিক। তিনি সকালে একই গ্রামের মোদাচ্ছের মাস্টারের বাড়িতে রড বাঁধার কাজ করতে যান। বাড়িটির দ্বিতীয়তলার সিঁড়িতে টিন ছিল। সেই টিন সরাতে গেলে বিদ্যুতায়িত হন। বাগেরহাটে ‘বেতাগা দিবস’ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে সুশাসন ও জনকল্যাণে আধুনিক টেকসই উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে ‘বেতাগা দিবস’ পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ। ইউপি চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও ছিলেন- জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক শিল্পপতি আব্দুল জব্বার মোলা, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী প্রমুখ। ফুটবল মাঠে দিনব্যাপী কন্যাবর্তিকা কর্মসূচীর মধ্যে ছিল- র‌্যালি, আলোচনা সভা, মেলা, বৃত্তি ও সম্মাননা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, একাডেমিক ভবনের উদ্বোধন, পুরস্কার বিতরণ ইত্যাদি। নাটোরে বেকারিকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ নবেম্বর ॥ অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমতি না থাকায় নাটোরের ফেন্সি কনফেকশনারি নামের একটি বেকারি কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান এ আদেশ দেন। স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ১৫ নবেম্বর ॥ মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীলোৎপল তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ইউএনও মোঃ মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, পৌর মেয়র লতিফুর রহমান রতন। কলাপাড়ায় স্থাপনা অপসারণ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৫ নবেম্বর ॥ কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রশাসনের নির্দেশে অর্ধশত স্থাপনা স্বেচ্ছায় অপসারণ করা হয়েছে। সোম এবং মঙ্গলবার এসব স্থাপনা অপসারিত হয়। গত ৩০ অক্টোবর কুয়াকাটা সৈকতের পূর্ব পাশের্^ পিকনিক স্পটের পাশে ফার্মস এ্যান্ড ফার্মসের নারিকেল বাগান লাগোয়া ১৮টি স্থাপনা তোলা হয়। স্থানীয়দের এন্তার অভিযোগ, বাগান এবং পিকনিক স্পট দেখভালের দায়িত্বে থাকা কুদ্দুস এসব স্থাপনা স্থানীয় সরকারী দলের কয়েক হোমরার যোগসাজশে তোলে। এর আশপাশেও গড়ে ওঠে অসংখ্য স্থাপনা। এ নিয়ে পত্রিকায় একাধিক সচিত্র প্রতিবেন প্রকাশ হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ওই সব স্থাপনার মালিকদের সরিয়ে নিতে বললে তারা অর্ধশত স্থাপনা সরিয়ে নেয়। বাবু হত্যাকারীর ফাঁসি দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৫ নবেম্বর ॥ নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মাহবুবুর রহমান বাবুর (২৮) হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের আত্মীয়স্বজনরা। মঙ্গলবার দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করে। পরে তারা জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে। নারাযণগঞ্জ শহরের দেওভোগ এলাকার মাহবুবুর রহমান বাবুকে গত ১০ নবেম্বর গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ১১ দিন পর কিশোরী উদ্ধার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অপহরণের ১১ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। গত ৩ নবেম্বর থেকে নিখোঁজ কিশোরীকে সিলেটের দক্ষিণ সুরমার তেঁতলী এলাকার তাজুল ইসলামের বসতবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সিলেটের ওসমানীনগর থানার গোওয়ালাবাজারের দাসপাড়া গ্রামের আব্দুল আমিনের পুত্র আবুল হাসানকে আটক করা হয়। উদ্ধার হওয়া কিশোরী ও আটক আবুল হাসানকে সিলেটের ওসমানীনগর থানায় হন্তান্তর করা হয়েছে। ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষে আহত ৮ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৫ নবেম্বর ॥ জমাজমির বিরোধ নিয়ে ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারিসহ ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার জাড়গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শরিফুল ইসলাম, আব্দুর রহমান, জিয়াউর রহমান, নূর ইসলাম, জরিনা খাতুন, ছেলে শাহাজান আলী বিশ্বাস, শাহাজান আলীর স্ত্রী তাছলিমা খাতুন ও পিয়ার আলী জোয়ার্দ্দারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, জাড় গ্রামে শরিফুল ইসলাম ও নুরুল ইসলামের মধ্যে বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন ঢাল, ভেলা, সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস পালন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবসে মঙ্গলবার বিজয় র‌্যালি, আলোচনা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজন করা হয়েছে। এই অঞ্চলের গৌরবোজ্জ্বল দিন টিকে ঘিরে ছিল উৎসব আমেজ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন থানাটি হানাদার মুক্ত হয়। বিবিসি সারা বাংলার প্রথম থানা হিসেবে টঙ্গীবাড়ি মুক্ত হওয়ার খবর প্রচার করে। উপজেলা মিলনায়তনে আলোচনা এবং মুক্তিযোদ্ধারে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, টঙ্গীবাড়ির ইউএনও মোহাম্মদ শহিদুল হক পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাসমুল হক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শামসুল হক মোহন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন প্রমুখ।
×