ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পদার্থে তিন ব্রিটিশ বিজ্ঞানীর নোবেল জয়

প্রকাশিত: ০৪:২৭, ৫ অক্টোবর ২০১৬

পদার্থে তিন ব্রিটিশ বিজ্ঞানীর নোবেল জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন ব্রিটিশ বিজ্ঞানী। পদার্থের ‘অদ্ভুত রূপ’ আবিষ্কারের জন্য অধ্যাপক ডেভিড থুলেস, ডানকান হ্যালডেন ও মাইকেল কস্টারলিজ এই পুরস্কার পেয়েছেন। এই তিন বিজ্ঞানীর জন্ম ব্রিটেনে হলেও তারা এখন যুক্তরাষ্ট্রে বাস করেন। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এক সংবাদ সম্মেলনে এদের নাম ঘোষণা করে। এই তিন বিজ্ঞানীর মধ্যে অধ্যাপক ডেভিড থুলেস পাবেন পুরস্কারের অর্ধেক অর্থ। আর বাকী অর্ধেক পাবেন অপর দুইজন। খবর বিবিসি অনলাইনের। নোবেল কমিটি বলেছে, এই তিন বিজ্ঞানী পদার্থের এক অজানা জগতের দ্বার উন্মোচন করেছেন। পদার্থ যখন খুবই শীতল ও সমতল অবস্থায় থাকে তখন বিজ্ঞানীরা পরমাণুর অস্বাভাবিক আচরণ সম্পর্কে গবেষণা শুরু করেন। তারা আরও বলেছে, এই তিন বিজ্ঞানীর আবিষ্কার নতুন পদার্থ গঠনে সহায়তা করবে। সুপারকন্ডাক্টর, সুপারফ্লুইড, থিন ম্যাগনেটিক ফিল্ম পদার্থের এরকম সব অদ্ভুত দশা নিয়ে তারা গাণিতিক গবেষণা করেছেন। পুরস্কার পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডানকান হ্যালডেন বলেন, আমি খুবই আশ্চর্য হয়েছি। পাশাপাশি নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি দীর্ঘদিন থেকে আবিষ্কারের সঙ্গে জড়িত রয়েছি। আমার কাছে মনে হচ্ছে এই আবিষ্কারের মাধ্যমে অনেক অসাধারণ জিনিস আবিষ্কার করা সম্ভব হবে। তিনি বলেন, আবিষ্কারটি পুরাতন তবে মানুষ নিত্যনতুন কাজে এটি প্রয়োগ করতে পারবে। ডেভিড থুলেস ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক ছিলেন। তার বর্তমান বয়স ৮২। তার জন্ম ১৯৩৪ সালে ব্রিটেনের বিয়ার্সডেন শহরে। কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মান পেয়েছেন তিনি। পুরস্কারের অর্ধেক অর্থ একাই পাবেন তিনি। নিউজার্সির প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিদ্যায় অধ্যাপনা করছেন ৬৫ বছর বয়সী ডানকান হ্যালডেন। তার জন্ম ১৯৫১ সালে লন্ডনে। মাইকেল কস্টারলিজের বয়স এখন ৭৩। তার জন্ম ১৯৪২ সালে যুক্তরাজ্যের এবারডিন শহরে। বর্তমানে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন তিনি।
×